West Medinipur News: টাকার অভাব, পদক-সম্মান সব যেন বৃথা! ওয়েট লিফটার হওয়ার স্বপ্ন দেখা যুবক আজ বানাচ্ছেন ফার্নিচার

Last Updated:

হাজার প্রতিকূলতা সত্ত্বেও হার মানতে নারাজ এই যুবক

+
কার্তিক

কার্তিক ভূঁইয়া

পশ্চিম মেদিনীপুর: হতে চেয়েছিল ওয়েট লিফটার। কিন্তু সময় এবং বাস্তব বদলে দিয়েছে সবটা। এখন তাকে সকাল থেকে সন্ধ্যা হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়। তবেই ঘরে আসে চাল, ডাল। ছোটবেলা থেকেই যে স্বপ্ন দেখেছিল সে, এখনও তার স্বপ্ন পূরণে কোন বাধা পড়েনি। আর্থিক অস্বচ্ছলতা দমাতে পারেনি তাকে। অভাব কোনদিন বন্ধ করতে পারেনি স্বপ্ন দেখাকে। যে পরিমাণ ওজন তিনি দুহাতে তুলতে পারেন তার থেকেও বেশি তিনি স্বপ্ন বুনতে পারেন। ঘরে অভাব, স্ত্রী, বাচ্চা, সংসার নিয়ে সারাদিন বেশ কষ্টেই কাটে তার। কাঠ দিয়ে যেমন মনের মত সুন্দর সুন্দর ফার্নিচার গড়ে তুলতে পারেন তেমনই স্বপ্নকেও তিনি এক একটি দিন গড়ে তুলছেন নিজের মত করে। ওয়েট লিফটার হতে চাওয়া এই যুবক এখন সকাল থেকে সন্ধ্যা ফার্নিচার গড়েন। বিকালে করেন অনুশীলন। দুহাতে তুলতে পারেন বেশ কয়েকশো কেজি ডাম্বেল।
অভাবের সংসার টানতে পেশাগতভাবে তাকে কাঠের কাজ করতে হয়। কিন্তু তার স্বপ্ন বড় ওয়েট লিফটার হওয়ার। ওয়েট লিফটিং করে দেশকে পৌঁছে দেওয়া দশের কাছে। কিন্তু বাধা সামর্থ্য, অর্থের অভাব। তবে অদম্য তার মনের জোর। সমাজই তার অনুপ্রেরণা। মানুষের ভালবাসা এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এখনও অনুশীলনের সময়ে কয়েকশো কেজি ওয়েট লিফটিং করতে পারেন তিনি। সহযোগিতা করেন অন্যরা। যেমন তার সুঠাম চেহারা, তেমনই তার সুন্দর ব্যবহার। তবে সংসারের পাশাপাশি স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সে। পশ্চিম মেদিনীপুরের এমনই এক কৃতি কার্তিক ভূঁইয়া। তিনি খেলেছেন জেলা এবং রাজ্যের একাধিক টুর্নামেন্ট। ঝুলিতে রয়েছে পুরস্কারও। কিন্তু সেই পুরস্কার-সম্মান তো আর সংসার চালাবে না! সংসার চালাতে ভরসা কাঠের কাজ করে দিন মজুরি রোজগার করা।
advertisement
advertisement
ছোট থেকেই তার নেশা ওয়েট লিফটিং করা। স্কুল জীবন থেকেই তিনি ধরেছেন সংসারের হাল। ২০০০ সাল থেকে নিজেকে সুস্থ রাখার তাগিদেই শুরু ওয়েট লিফটিং।সেই মত নিজেকে এক এক করে তুলে ধরেছেন। সকাল থেকে রাত এক করে স্বপ্ন দেখে যাচ্ছেন তিনি। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা পরিবারে। দুবেলা জোটেনা পুষ্টিকর খাবার। তবুও প্রতিদিন সকাল থেকে প্র্যাকটিস, দৌড় কিংবা শরীর চর্চা করেন তিনি। এছাড়াও সপ্তাহে অন্তত তিন দিন তিনি ওয়েট লিফটিং করেন। বেশ কয়েক বছর ধরে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন বেলদার বাসিন্দা বিব্রত মিশ্র।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে কার্তিক বেলদা অ্যাথলেটিক ক্লাবের জিমে অনুশীলন নেয়। তিনি একা দু’কুইন্টালেরও বেশি ওজন তুলতে পারেন দুই হাতে। সামান্য সাহায্যে সেই ওজনের পরিমাণ দাঁড়ায় আড়াই কুইন্টালেরও বেশি। কার্তিকের ইচ্ছে দেশের পাশাপাশি বিদেশে গিয়ে দেশের নাম উজ্জ্বল করা। মনের জোর নিয়ে এগিয়ে চলেছে সে। সারাদিনের হাড় ভাঙানি পরিশ্রমের পর তার অনুশীলন চালিয়ে যায় সে। সমাজ তার অনুপ্রেরণা, সকলকে বার্তা দিয়েছেন সুস্থ থাকার। তবে আর কতদিন তার এই স্বপ্ন বুনতে সময় লাগবে তা বলবে সময়।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: টাকার অভাব, পদক-সম্মান সব যেন বৃথা! ওয়েট লিফটার হওয়ার স্বপ্ন দেখা যুবক আজ বানাচ্ছেন ফার্নিচার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement