South 24 Parganas News: খারাপ আবহাওয়া মাছ ধরতে সমুদ্রে যেতেই পারছেন না মৎস্যজীবীরা! আতঙ্কে সকলেই
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। তার উপর ট্রলারডুবির মত ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন অনেকেই। ফলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হচ্ছে অনেক মৎস্যজীবীর মধ্যে।
দক্ষিণ ২৪ পরগনা: লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। তার উপর ট্রলারডুবির মত ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন অনেকেই। ফলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হচ্ছে অনেক মৎস্যজীবীর মধ্যে।
সাম্প্রতিক সময়ে ট্রলার দুর্ঘটনায় ৯ জনের প্রাণ যাওয়ার পর শোকস্তব্ধ মৎস্যজীবীরা। ফের কীমাঝ সমুদ্রে মাছ ধরতে যাবেন তাঁরা, এই নিয়েই এখন আশঙ্কায় রয়েছেন মৎস্যজীবী ও তাঁদের পরিবার। সব মিলিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়ার বিষয়ে এখন আতঙ্কিত হয়ে পড়ছেন মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
এ নিয়ে ঋজু দাস নামের এক মাঝি জানিয়েছেন, দীর্ঘদিন আবহাওয়া খারাপের খবর শুনে বসে থাকতে থাকতে মাছ ধরার ইচ্ছা হয়। তখন ঝুঁকি নিয়ে পেটের তাড়নায় অনেকে যান। কিন্তু এখন যা হয়েছে, কবে বের হতে পারবেন সেটাই ভাবছেন।
সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আতঙ্কই কুরে কুরে খাচ্ছে মৎস্যজীবীদের। কিন্তু একই সঙ্গে পেটের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েও আবারওমাছ ধরতে যেতে হবে বলে জানিয়েছেন এক মৎস্যজীবী বলরাম গিরি। তাঁর কথায়, ” মাছ ধরতে না গেলে কয়েক লক্ষ টাকা লোকসান হয়। ফলে এই বিপুল পরিমাণ ক্ষতি কোনও ভাবেই পূরণ করা যায় না।”
advertisement
ফলে বাধ্য হয়েই মাছ ধরতে যেতে হবে তাঁদের। আবহাওয়া ভাল হলে তবেই বের হবেন বলে সংকল্প করেছেন অনেক মৎস্যজীবী। এখন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা অনেকেই মনের সঙ্গে লড়াই করে প্রস্তুতি নিচ্ছেন সমুদ্রে যাওয়ার জন্য।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: খারাপ আবহাওয়া মাছ ধরতে সমুদ্রে যেতেই পারছেন না মৎস্যজীবীরা! আতঙ্কে সকলেই






