মেধা থাকলেই হয় না, পরিশ্রমই মূল মন্ত্র, প্রতিক্রিয়া মাধ্যমিকে তৃতীয় ব্রতীনের
Last Updated:
#শান্তিপুর: মেধা থাকলেই সব হয় না,পরিশ্রমই মূল মন্ত্র। আর আমি পরিশ্রম করেছি বলেই এই রেজাল্ট হয়েছে। মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম ভাবে তৃতীয় হয়ে জানাল ব্রতীন মন্ডল ৷
নদীয়ার শান্তিপুরের তিলি পাড়ার বাসিন্দা ব্রতীন মন্ডল শান্তিপুর মিউনিসিপালিটি হাই স্কুলের ছাত্র। মাধ্যমিকে নজরকাড়া ফলাফলের পর সে আগামী দিনে কি হবে তা না ভেবে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়। নিজের এই সাফল্যের পিছনে নিজের শিক্ষক বাবা মা ও স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে বলেও জানিয়েছেন ব্রতীন।
তার কথায়, ভাল রেজাল্ট করতে সব ছাত্র স্কুলের থেকে গৃহশিক্ষকের ওপর বেশী ভরসা করে স্কুলে কম যেত। অন্যদিকে ফাঁকা ক্লাসে শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও পরিশ্রমই তাকে এই সফল্যতা এনে দিয়েছে। ব্রতীনের এই সাফল্যে এখন খুশির হওয়া গোটা শান্তিপুর জুড়ে।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2019 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেধা থাকলেই হয় না, পরিশ্রমই মূল মন্ত্র, প্রতিক্রিয়া মাধ্যমিকে তৃতীয় ব্রতীনের