WB Panchayat Election 2023: শুধু পোস্টাল ব্যালট গুনেই সিপিআইএম-কে জয়ী ঘোষণা? অভিযোগ ঘিরে চরম উত্তেজনা নন্দীগ্রামের ভোটগণনা কেন্দ্রে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
WB Panchayat Election 2023: গণনাকেন্দ্রের সামনে বিক্ষোভে শামিল হন তৃণমূল কর্মীরা
নন্দীগ্রাম : চরম উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের ভোটগণনা কেন্দ্রে৷ তৃণমূলকর্মীদের অভিযোগ, স্থানীয় ১ নম্বর ব্লকের সীতানন্দ কলেজে একটি বুথের ব্যালট বাক্সের ভোট গণনা না করে শুধুমাত্র পোস্টাল ব্যালটের ভোট গোনা হয়েছে৷ সেই পোস্টাল ব্যালট গণনা করেই সিপিআইএমকে জয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের৷ এই অভিযোগকে কেন্দ্র করেই গণনাকেন্দ্রের সামনে বিক্ষোভে শামিল হন তৃণমূল কর্মীরা৷ বিক্ষোভের জেরে গণনাকেন্দ্র থেকে বার হতে পারেননি নন্দীগ্রামের বিডিও এবং হলদিয়া মহকমার এসডিও৷
প্রসঙ্গত ঘটনাবহুল ভাবে এ বার শেষ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে ভগবানপুর, তমলুক থেকে পাঁশকুড়া- সব ব্লকেরই ভোট পর্ব। আর ভোট পর্ব শেষ হতেই কার্যত বিস্মিত রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৬৭.৩৬ শতাংশ। সবচেয়ে অবাক করা বিষয় ২৫ টি ব্লকের মধ্যে মাত্র ৫টি ব্লকে ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে। যার মধ্যে মাত্র একটি ব্লকে ৭৫ শতাংশের ওপর ভোট পড়েছে।
advertisement
আরও পড়ুন : গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ২, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
পূর্ব মেদিনীপুর জেলায় বিগত যে কোনও নির্বাচনে ৮০ শতাংশের উপরে ভোট পড়ে। কিন্তু এবার তা পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই কমে গিয়েছে এসেছে শতাংশের হিসাবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকে সবথেকে বেশি ভোট পড়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ভগবানপুর ১ ব্লকে ৭৭.১৭ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে নন্দীগ্রামে (৫৮.৮৩ শতাংশ)। জেলার ভগবানপুর -১ ব্লক বাদ দিয়ে কাঁথি -৩, দেশপ্রাণ, পটাশপুর ও শহিদ মাতঙ্গিনী ব্লকে ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। পূর্ব মেদিনীপুর জেলার সদর ব্লক তমলুকে ৭০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। এই ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ৬৮.৯৯ শতাংশ ভোট পড়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 8:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: শুধু পোস্টাল ব্যালট গুনেই সিপিআইএম-কে জয়ী ঘোষণা? অভিযোগ ঘিরে চরম উত্তেজনা নন্দীগ্রামের ভোটগণনা কেন্দ্রে