দশ ফুট নীচের গর্তে নেমে এ কী করছেন বাসিন্দারা? বর্ধমানে শিউরে ওঠার মতো দৃশ্য
- Published by:Rachana Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কম বেশি প্রায় হাজার খানেক মানুষকে দীর্ঘ ৩ মাস ধরে জল সমস্যায় দিন কাটাতে হচ্ছে।
জলের জন্য 'হাহাকার'। প্রায় ১০ ফুট নীচে খালে নেমে জল তুলছেন বাসিন্দারা। এটা কোনো প্রত্যন্ত গ্রাম বা খনি এলাকার চিত্র ভাবছেন? না তা নয়। এই চিত্র বর্ধমান পৌরসভার ২২ নং ওয়ার্ডের হারাধনপল্লী এলাকার। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, জলের জন্য দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ করা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কম বেশি প্রায় হাজার খানেক মানুষকে দীর্ঘ ৩ মাস ধরে জল সমস্যায় দিন কাটাতে হচ্ছে। এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জন্য এলাকার টাইম কলগুলিতে জল পড়ছে না। এমনকি গত কয়েকদিন ধরে টিউবওয়েলগুলিও খারাপ হয়ে পড়ে রয়েছে। বারবার স্থানীয় নেতা থেকে কাউন্সিলার ও পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।তাই বাধ্য হয়ে ১০ ফুট নিচে খালে নেমে পানীয় জল ও গৃহস্থলির কাজের জন্য জল নিতে হচ্ছে। এক বালতি জল তোলার জন্য তিন জন করে লাগছে। এমনকি জল নিতে গিয়ে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 12:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দশ ফুট নীচের গর্তে নেমে এ কী করছেন বাসিন্দারা? বর্ধমানে শিউরে ওঠার মতো দৃশ্য