জলের জন্য 'হাহাকার'। প্রায় ১০ ফুট নীচে খালে নেমে জল তুলছেন বাসিন্দারা। এটা কোনো প্রত্যন্ত গ্রাম বা খনি এলাকার চিত্র ভাবছেন? না তা নয়। এই চিত্র বর্ধমান পৌরসভার ২২ নং ওয়ার্ডের হারাধনপল্লী এলাকার। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, জলের জন্য দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ করা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কম বেশি প্রায় হাজার খানেক মানুষকে দীর্ঘ ৩ মাস ধরে জল সমস্যায় দিন কাটাতে হচ্ছে। এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জন্য এলাকার টাইম কলগুলিতে জল পড়ছে না। এমনকি গত কয়েকদিন ধরে টিউবওয়েলগুলিও খারাপ হয়ে পড়ে রয়েছে। বারবার স্থানীয় নেতা থেকে কাউন্সিলার ও পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।তাই বাধ্য হয়ে ১০ ফুট নিচে খালে নেমে পানীয় জল ও গৃহস্থলির কাজের জন্য জল নিতে হচ্ছে। এক বালতি জল তোলার জন্য তিন জন করে লাগছে। এমনকি জল নিতে গিয়ে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan news