North 24 Parganas News: বৃষ্টি হলেই জল জমছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে, সমস্যায় রোগী থেকে পরিজনরা

Last Updated:

Water logging: বৃষ্টি হলেই জল জমছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে, সমস্যায় পড়ছেন রোগী থেকে পরিজনরা।

+
হাসপাতালে

হাসপাতালে জমে জল

উত্তর ২৪ পরগনা: বৃষ্টি হলেই গোটা হাসপাতাল চত্বরে জমে যাচ্ছে জল। শুধু হাসপাতাল চত্বরেই নয়, কয়েক ঘণ্টার টানা বৃষ্টি হলে রীতিমতো হাসপাতাল বিল্ডিং এও ঢুকে যাচ্ছে নোংরা জল।
এমন ছবি এখন হামেশাই দেখা যাচ্ছে জেলা সদর শহর বারাসাত পৌরসভার প্রায় প্রতিটা ওয়ার্ডে এমনকি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালেও বলে অভিযোগ স্থানীয়দের। এতদিন জেলায় সোদপুরের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জল যন্ত্রণার ছবি বিভিন্ন সময়ে খবরে শিরোনামে উঠে আসত, এ বছর যেন নতুন করে সেই তালিকায় যুক্ত হল বারাসাত জেলা হাসপাতাল।
advertisement
advertisement
জল জমে রয়েছে বলে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মোটর বসিয়ে জল নামানোর কাজ চালানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আর এই জমা জলের কারণেই সমস্যায় পড়তে হয় জেলার নানা প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী থেকে রোগীর পরিজনদের। কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে ইমারজেন্সি থেকে শুরু করে একাধিক ওয়ার্ডে জল ঢুকেছে।
advertisement
বারাসাতবাসীদের একাংশের দাবি ১৯৭৮ সালে বন্যার পর এই প্রথম বারাসাতে জল যন্ত্রণার বেহাল চিত্র দেখা যাচ্ছে। নাগরিকদের অনেকেই বারাসাত পুরসভার দিকে আঙুল তুলছেন। তাদের অভিযোগ, ‘বর্ষাকালে বর্ষা হবেই, সে অল্প হোক, আর বেশি। কিন্তু নিকাশি ব্যবস্থা যদি বর্ষা আসার আগে সংস্কার না করা হয়, তাহলে তো সাধারণ মানুষের এরকমই দুর্ভোগ পোহাতে হবে’।
advertisement
যদিও এর জন্য এলাকায় লাগামহীন প্রোমোটিং, পৌরসভা এলাকার জল নিকাশীর ড্রেন ও খালের উপর গজিয়ে ওঠা দোকান, হকারদের অবৈধ নির্মাণের অত্যাচারে, বেহাল নিকাশি ব্যবস্থার পাশাপাশি যত্রতত্ত্ব রাস্তার পাশে বাজার বসা এবং সেই বাজারের বজ্র নিকাশি নালায় ফেলার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে জল নিকাশি ব্যবস্থা বলেও মনে করছেন অনেকে। যার জন্য সামান্য বর্ষা হলেই জল উঠছে রাস্তায় এবং মানুষের বাড়িতে এলাকায় ঢুকে পড়ছে।
advertisement
বর্ষা আসার অনেক আগে থেকেই স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েও কোন সুরাহা পাননি বলেও জানাচ্ছেন। তবে বিষয়টি পৌরসভার তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া দেওয়া না হলেও হাসপাতালের তরফ থেকে এই জল দ্রুত নামানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এখন দেখার রোগীদের পরিষেবা দিতে প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় এই জল যন্ত্রণা মেটাতে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বৃষ্টি হলেই জল জমছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে, সমস্যায় রোগী থেকে পরিজনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement