Rain: জমিতে জমা জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা

Last Updated:

এলাকার বাসিন্দারা বলছেন, সেতু ভেঙে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা অনেকেই। কেউ অসুস্হ হয়ে পড়লে তাঁকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে তা নিয়েও চিন্তিত সকলে। 

জমিতে জমা জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা
জমিতে জমা জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা
পূর্ব বর্ধমান: জমিতে জমা জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু। চরম দুর্ভোগে বাসিন্দারা। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন বিঘের পর বিঘে জমি। সেতু ভেঙে যাওয়ায় পূর্ব বর্ধমানের ভাতার-কামারপুর রাস্তায় যান চলাচল ব্যাহত। জলের গতি অনেক বেশি। বর্ষন চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশংকা বাসিন্দাদের।
পূর্ব বর্ধমান জেলা জুড়ে বেশ কিছু দিন ধরে অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছে। বৃষ্টির জমা জলে জলমগ্ন হয়ে পড়েছে বিঘের পর বিঘে জমি। এবার জমিতে জমা জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী সেতু। ওই সেতু ভেঙে এখন রাস্তার ওপর দিয়েই জল বইছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ভিড় করেছেন এলাকার বাসিন্দারা।
কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে ভাতারে নারায়নপুর এলাকায় বিঘের পর বিঘে জমি জলমগ্ন হয়ে পড়েছে। জমিতে জমা জলের তোড়ে ভাতার-কামারপাড়া রাস্তার ওপর অস্থায়ী সেতু ভেঙে রাস্তার ওপর দিয়ে জল বইছে। এমনটা যে হতে পারে তা কয়েক দিন ধরেই আশংকা করছিলেন বাসিন্দারা। কারণ সেতুটি দুর্বল ছিল।
advertisement
advertisement
এর জেরে ভাতার কামারপাড়া রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। সময়মতো আশা কর্মীরা পৌঁছতে না পারায় নারায়ণপুর সাব-সেন্টারে মা ও শিশুর টিকাকরণ প্রক্রিয়া বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ভাতার- কামারপাড়া রাস্তার ওপর নারায়ণপুরে অস্থায়ীভাবে নির্মিত এই সেতু গত বছরও এইভাবে জলের তোড়ে ভেঙে গিয়েছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেই সময় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে এই সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর তা আর বাস্তবায়িত হয়নি। সেই কারণেই কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ফের একই পরিস্থিতি তৈরি হয়েছে।ফলে রাস্তা এক প্রকার বন্ধ।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, সেতু ভেঙে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা অনেকেই। কেউ অসুস্হ হয়ে পড়লে তাঁকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে তা নিয়েও চিন্তিত সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain: জমিতে জমা জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement