লাগাতার বৃষ্টি! জলের তলায় কয়েক বিঘা জমি, বিরাট সিদ্ধান্ত পাট চাষিদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Jute Cultivation: অতিরিক্ত বৃষ্টির কারণে পাটের জমিতে জল জমে যাওয়ায় অনেক কৃষক পাট কেটে নিচ্ছেন। গাছের পরিপক্কতা আসার আগেই ফসল কাটতে বাধ্য হচ্ছেন তাঁরা, যার ফলে প্রভাবিত হবে ফলন ও মান।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলা সহ বিভিন্ন এলাকা। এবার নবগ্রাম ব্লকে বিভিন্ন জায়গায় পাটের জমিতে ব্যাপক জল জমে গিয়েছে। সেই কারণেই আগাম তড়িঘড়ি পাট কেটে নিচ্ছেন চাষিরা। তাঁদের দাবি, বিঘের পর বিঘা জমি এখন জলের তলায়। ফলে পাট গাছে পচন ধরছে। সেই জন্য তড়িঘড়ি পাট গাছ কেটে নেওয়া হচ্ছে। পাটের জাঁক দিয়ে পাট কেটে নিয়ে শুকোতে দেওয়া হবে। এরপর তা বিক্রি করা হবে বাজারে।
চলতি বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পাটের জমিতে জল জমে যাওয়ায় অনেক কৃষক পাট কেটে নিচ্ছেন। গাছের পরিপক্কতা আসার আগেই ফসল কাটতে বাধ্য হচ্ছেন তাঁরা, যার ফলে প্রভাবিত হবে ফলন ও মান। অন্যদিকে, অনেক জায়গায় আবার পর্যাপ্ত জলের অভাবে পাট পচানোর জন্য সমস্যায় পড়েছেন চাষিরা।
আরও পড়ুনঃ দুষ্কৃতিদের ধরতে গিয়ে পা পিছলে গেল পুলিশের, তারপর সব শেষ!
অতিবৃষ্টির কারণে পাটের জমিতে জল জমে যাওয়ায় বহু কৃষক পাট কাটতে বাধ্য হচ্ছেন, কারণ জমিতে জল জমে থাকলে পাট পচে যাওয়ার সম্ভবনা থাকে। এমতাবস্থায় কৃষকরা তাঁদের পাট গাছ পরিপক্ক হওয়ার আগেই কেটে নিচ্ছেন, যার ফলে পাটের ফলন ও গুণগত মান দুই-ই কমে যেতে পারে।
advertisement
advertisement
চাষিদের কথায়, বর্ষাকালে পাট কেটে চাষিরা নদী, নালা, খাল, বিল, ডোবায় জাঁক দেন। এর জন্য দরকার হয় বিপুল পরিমাণ জল। বর্ষাকালে ভাল বৃষ্টি হলেই সেটা সম্ভব। এবার টানা বৃষ্টিতে পুকুর, জলাশয়ে জল জমতেই মুখে হাসি পাট চাষিদের। যদিও চলতি বছর বর্ষার শুরুতে তেমন একটা বৃষ্টি না হওয়ায় আশঙ্কায় ভুগছিলেন চাষিরা। কিন্তু এবার পরিস্থিতি বদলানোয় তাঁরা খুশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নবগ্রাম ব্লকের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা জুড়ে চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে। সকলেই পাট গাছ কেটে তা চাষের মাঠে জমা জলে ডুবিয়ে পচাতে শুরু করেছেন। নবগ্রামের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, কৃষকরা পাট পচানোর পর আঁশ ছাড়াতে ব্যস্ত। পাট চাষ করতে বিঘায় ছয়-সাত হাজার টাকা খরচ হয়। সাধারণত ২৩-২৫ দিনের মত সময় লাগে পাট পচতে। তারপর সেটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভিন্ন জুট মিলে পাঠানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 1:33 PM IST