Ghola Thana: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে বেহাল দশা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
পুলিশকর্মীরা যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে ক্ষোভ লুকিয়ে রাখেননি তাঁরা। অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য থানাগুলি যখন আধুনিকীকরণের পথে, তখন ঘোলা থানার এমনই বেহাল অবস্থা।
উত্তর ২৪ পরগনা: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে এমনই বেহাল অবস্থা ঘোলা থানার। থানায় জলবন্দি পুলিশ। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। শহর থেকে শহরতলি- সবত্রই একই ছবি। তারই মাঝে নাজেহাল অবস্থা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানায়। জমে জমে রয়েছে থানার ভেতরেই।
প্রতি বছর বর্ষাকালে এই একই চিত্র দেখা যায় বলেই জানালেন স্থানীয়রা। বর্ষা এলেই হাঁটু জল পেরিয়ে থানায় ঢুকতে হয় পুলিশ ও সাধারণ মানুষকে। ডিউটিতে থাকা পুলিশকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন এই জলের মধ্যেই। থানায় প্রশাসনিক সাহায্য নিতে আসা সাধারণ মানুষকেও একই ভোগান্তির শিকার হতে হয়। থানার ভিতরে জল, কাদা মিলিয়ে যেন এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
advertisement
পুলিশকর্মীরা যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে ক্ষোভ লুকিয়ে রাখেননি তাঁরা। অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য থানাগুলি যখন আধুনিকীকরণের পথে, তখন ঘোলা থানার এমনই বেহাল অবস্থা। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সমস্যা সমাধানে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এখন দেখার কত দিনে এই বেহাল অবস্থার ছবিটা বদলায় প্রশাসনিক এই জায়গায়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghola Thana: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে বেহাল দশা








