Water Crisis: গরমে জলের কষ্টে ভুগছেন বহু মানুষ, সেইসময় মছলন্দপুরের ‘এই’ ঘটনা স্তম্ভিত করবে

Last Updated:

Water Crisis: মছলন্দপুর থেকে অবৈধ পানীয় জলের কারখানার মালিককে গ্রেফতার করলো ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকরা।

অবৈধ জলের ব্যবসা
অবৈধ জলের ব্যবসা
মছলন্দপুর: মছলন্দপুর থেকে অবৈধ পানীয় জলের কারখানার মালিককে গ্রেফতার করলো ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকরা। মছলন্দপুরের তিন আমতলা এলাকায় অবৈধ জলের কারখানা হানা দেয় ডিস্টিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কারখানা থেকে ২০ লিটারের বেশ কিছু জার, সিল -প্যাক, ছোট জলভর্তি বোতল বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে মাটি থেকে জল তুলে বিক্রি করার বৈধ কাগজপত্র ছাড়াই কারখানাটি চলছিল কয়েক বছর ধরে। একদিকে গরমে তীব্র জল কষ্টে সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে আর সেখানে অবৈধভাবে ডিপ টিউবওয়েল বসিয়ে মাটির তলা থেকে অবাধে তোলা হচ্ছে জল। আর সেই জল বিক্রি হচ্ছে অভাবে সরকারিভাবে কোন বৈধ কাগজপত্র ছাড়াই।
advertisement
advertisement
কিভাবে অবৈধভাবে মাটির তলা থেকে অবাধে অবৈধভাবে জল তুলছে এই খবর ডিসট্রিক্ট ইন ফ্রান্স ব্রাঞ্চ এর আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে তারা একেবারে সশরীরে ঘিরে ফেলে এই জলের অবৈধ কারবারি কারখানায় উদ্ধার করে প্রচুর পরিমাণে যার লেবেল ও আরো সরঞ্জাম। তারপরেই ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অবৈধ জল বিক্রি কারবারিরকে আধিকারিকরা কারখানার মালিক মিন্টু সাহাকে গ্রেফতার করে গোবরডাঙা থানার হাতে তুলে দিয়েছে।
advertisement
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Crisis: গরমে জলের কষ্টে ভুগছেন বহু মানুষ, সেইসময় মছলন্দপুরের ‘এই’ ঘটনা স্তম্ভিত করবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement