RG Kar Rape and Murder Case: সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ার উত্তর সপাটে দিলেন রচনা, ঋতুপর্ণা ও নিজেকে নিয়ে যা বললেন সাংসদ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
RG Kar Rape and Murder Case: রচনার কান্না সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড ! এই নিয়ে মুখ খুললেন খোদ সাংসদ
হুগলি: আরজি করের ঘটনার পর হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন৷ তরুনী চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবন হয়ে তাঁর চোখে জল চলে আসে। এরপরেই নেমে আসে রচনার উপর কটাক্ষ । বাম নেত্রী দীপ্সিতা ধর ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রচনার চোখে জলকে কটাক্ষ করেন।
লকেট তাঁর ফেসবুক পেজে রচনার বক্তব্য দেয়ার করে কটাক্ষ করেন । অন্যদিকে দীপ্সিতার কটাক্ষ সাংসদ হওয়ার আগে শুধু ধোঁয়া দেখতেন এখন গ্লিসারিন দিয়ে চোখে জল আনছেন।
সব কটাক্ষের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই হুগলির মাটিতে দাঁড়িয়ে। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মানুষ যখন সেই জিনিসটা ভেবে কথা বলে তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে সেটাকে রাজনীতির রং লাগানো হচ্ছে। সব থেকে অন্যায় যেটা করছে বিজেপি সিপিএম তারা উঠে পড়ে লেগেছে কে কী করছে সেদিকে নজর দিচ্ছে।সেটা না করে আমরা যদি সুবিচারের কথা বলি মেয়েটির মা বাবার পাশে গিয়ে দাঁড়াই তাহলে ভাল হবে।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন ‘‘রচনা বন্দ্যোপাধ্যায় চোখের জল ফেলল ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো এগুলো নিয়ে সমালোচনা করবেন না। এগুলো আপনাদের শোভা পায় না। আপনারা যাঁরা রাজনীতি করেন মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেন আমাদের মত শিল্পীদের সমালোচনা করেন কারণ আপনাদের চোখের জল পড়ছে না। আপনারা শুধু গলাবাজি করছেন। গলাবাজি করে সুবিচার পাওয়া যায় না। সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হয়। কোন শিল্পী কী করছে সেটা দেখা হচ্ছে আপনাদের কাজ দয়া করে এটা করবেন না।’’
advertisement
শনিবার হুগলির গুড়াপে সকালে উঠতে স্কুলের অনুষ্ঠানে যোগদান সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এখান থেকে বেরিয়ে বিকেলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল করেন চুঁচুড়া শহরে। সেই মিছিলে শেষ আবারো সাংসদকে বলতে শোনা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড হওয়া তার ভিডিও নিয়ে।
এই বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, তিনি যবে থেকে তৃণমূল যোগ দিয়েছেন তবে থেকেই তিনি ট্রোলড হচ্ছেন। তবে এই নিয়ে তিনি কিছু ভাবেন না। বরং নিজের কাজের দিকে ফোকাস রাখাই তাঁর কর্তব্য। সাধারণ মানুষের পাশে তিনি সবসময় ছিলেন এবং আছেন সেই কারণেই নিজের লোকসভায় এলাকায় নিজেদের মানুষদেরকে নিয়ে জাস্টিসের দাবিতে পথে নামবেন রচনা বন্দ্যোপাধ্যায়।
advertisement
Rahee Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Rape and Murder Case: সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ার উত্তর সপাটে দিলেন রচনা, ঋতুপর্ণা ও নিজেকে নিয়ে যা বললেন সাংসদ