Bangla Video: শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল নান্দনিকতা, শিল্প ভাবনা দেখলে আপনিও মুগ্ধ হবেন

Last Updated:

Bangla Video: চায়ের কাপ, ভাঙা মাটির হাঁড়ি, গামছা দিয়ে বানানো দেওয়াল পত্রিকা, নান্দনিকতা দেখলে মুদ্ধ হবেন

+
সৃজনশীল

সৃজনশীল দেওয়াল পত্রিকা 

পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন বিদ্যালয়ে প্রকাশিত দেওয়াল পত্রিকা সাধারণ একটি বিষয়। যেখানে ছাত্রছাত্রী কিংবা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়। মূলত বই ছাড়িয়ে বিভিন্ন লেখা দেওয়ালে বৃহৎ আকারে প্রকাশিত হয় বলে দেওয়াল পত্রিকা বলা হয়। তবে এই দেওয়াল পত্রিকা যদি হয় একটু ভিন্ন ধরনের কিংবা ক্রিয়েটিভ, তবে একটু অবাক হতে হয়। তথাকথিতভাবে স্বাভাবিক একটি দেওয়াল পত্রিকা প্রকাশ নয়, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেওয়াল পত্রিকায় ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার বিভিন্ন রুচি এবং সংস্কৃতিকে।
প্রান্তিক গ্রামীণ এলাকার নান্দনিকতা ফুটে উঠেছে দেওয়াল পত্রিকায়। যা উৎসর্গীকৃত করা হয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। ভিন্ন ধরনের সৃজনশীল এই দেওয়াল পত্রিকার প্রশংসা করেছেন সকলে। দেওয়াল পত্রিকা সাজিয়ে তোলা হয়েছে ফেলে দেওয়া মাটির হাড়ি, মাটির ঘোড়া, মাটির চা খাওয়ার কাপ, গামছা, স্লেট বোর্ড সহ বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। বেশ কয়েক দিনের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন এই বিশেষ দেওয়াল পত্রিকা। মাটির হাঁড়িকে টুকরো টুকরো ভাবে ভেঙে ফুটিয়ে তোলা হয়েছে রবীন্দ্রনাথের মুখ। শুধু তাই নয় রবীন্দ্র কেন্দ্রিক এই বিশেষ দেওয়াল পত্রিকা ‘মৃৎস্না’ প্রকাশ পেয়েছে।
advertisement
advertisement
যেখানে একদিকে যেমন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা তেমনইবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা নানান কবিতাও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও দুপাশে স্লেটের ওপর ফুটিয়ে তোলা হয়েছে নানান বিমুর্ত ছবি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে খুশি সকলে। পাশাপাশি এদিন এই দেওয়াল পত্রিকার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে নারী স্বাধীনতা ও নারী সুরক্ষার বিষয়কে। যেখানে স্লেটের উপর নানান ছবি এঁকে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন এই বিষয়কে।
advertisement
প্রসঙ্গত, বিভিন্ন জায়গায় বাহারি নানান জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয় দেওয়াল পত্রিকাকে। তবে এখানে বাহারি কোনও জিনিসের আয়োজন নেই এমনকি আলোকসজ্জাতেও রয়েছে তেল চোবানো সলতে দেওয়া প্রদীপ। যা প্রকাশ পেয়েছে গ্রামীণ সংস্কৃতির এক নতুন ধারা। দেওয়াল পত্রিকার সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে চায়ের কাপ। চায়ের কাপ গুলিকে নান্দনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, অলংকরণে ব্যবহার করা হয়েছে গামছাকে।শিল্প ভাবনায় প্রতিষ্ঠানের শিল্প শিক্ষক সোমনাথ তামলি।স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অভিনব ভাবনা-চিন্তা এবং দেওয়াল পত্রিকার মধ্য দিয়ে সৃজনশীল এই মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল নান্দনিকতা, শিল্প ভাবনা দেখলে আপনিও মুগ্ধ হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement