ভাঙড়ে চটুল নাচ, বিনা অনুমতিতে অনুষ্ঠান ও অশ্লীলতার দায়ে গ্রেফতার ৩
Last Updated:
#ভাঙড়: ভাঙড়ে চটুল নৃত্যের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতদের নাম শ্যামল ঘোষ, ছাগবত মোল্লা, বাপি শেখ। স্থানীয় সূত্রের খবর তিন জনই তৃণমূলের সক্রিয় কর্মী। তিনজনের বিরুদ্ধে ২৯৪ এবং ১৮৮ ধারা আনা হয়েছে৷ বিনা অনুমতিতে অনুষ্ঠান ও অশ্লীলতার জন্য অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ৩৫৪এ ধারায় অনিচ্ছাকৃত ভাবে গায়ে হাত দেওয়া ও ৩৫৪বি জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাতে ভাঙড়ে চটুল গানের সঙ্গে অশালীন নাচের ভিডিও ভাইরাল হয়৷ তৃণমূেলর বিরুদ্ধে এই অনুষ্ঠান আয়োজনের অভিযোগ ওঠে ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে ভাঙড় বিধানসভা৷ সেই বিধানসভা ভিত্তিক তৃণমূলের ফল খুবই ভাল৷ যাদবপুর লোকসভার কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন মিমি চক্রবর্তী৷ সেই কারণেই ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে বিজয়োৎসবের আয়োজন করে তৃণমূল কংগ্রেস৷ পুলিশের বিনা অনুমতিতেই অনুষ্ঠান চলছিল বলে জানা যায়৷ সেই অনুষ্ঠানে এমন চটুল গানের সঙ্গে অশালীন নাচ হয়৷
advertisement
advertisement
পরে পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধ করে৷ এই ঘটনার সঙ্গে দলের কোন ও যোগাযোগ নেই বলে জানিয়ে দেন স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2019 8:31 PM IST