ভোট উৎসবে সামিল হতে এক্কেবারে তৈরি একশো বছরের এই 'যুবক'
Last Updated:
#পূর্ব বর্ধমান: সেই ১৯৫১-য় শুরু। আজ অবধি একটা ভোটও মিস করেননি। এখনও পায়ে হেঁটে ভোট দিতে যান। রাজনীতি নিয়েও যথেষ্ট সচেতন দুর্গাপুরের হারাধন সাহা।বয়স একশো পেরোলেও হারাধন সাহা কিন্তু ব্যতিক্রম। বরং ইনি মানুষের ঘুম ভাঙান। দেওয়ালে টাঙান ছবি দেখেই মালুম পড়ে তাঁর পরিচিতি।
নিজে কখনও ভোটে দাঁড়াননি। তবে রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন। এখনও রোজ নিয়ম করে খবরের কাগজ পড়েন৷ একশো বছর বয়সেও তিনি নিজে হেঁটে ভোট দিতে যান৷ আশপাশের সকলকে সচেতনও করেন৷ কিন্তু বয়স তাঁকে কাবু করতে পারেনি।
খাতায় কলমে বয়স একশো, তবে বাড়ির লোক বলছেন আসল বয়স নাকি আরও বেশি৷ ভোট উৎসবে সামিল হতে এক্কেবারে তৈরি একশো বছরের এই 'যুবক'৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2019 10:51 AM IST