ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
অভিযোগ, নামখানা বিধানসভা কেন্দ্রের অধীনে একজন ক্লার্ক ও একজন সমবায় দফতরের ইন্সপেক্টর যারা ভোটার তালিকা সংশোধনের কাজে সরাসরি যুক্ত ছিলেন। দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এফআইআর করল।
কলকাতা: ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন। অভিযোগ, নামখানা বিধানসভা কেন্দ্রের অধীনে একজন ক্লার্ক ও একজন সমবায় দফতরের ইন্সপেক্টর যারা ভোটার তালিকা সংশোধনের কাজে সরাসরি যুক্ত ছিলেন। দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এফআইআর করল।
ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিলের তথ্য-প্রমাণ এই দুই কর্মীর বিরুদ্ধে পাওয়া গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। নামখানা, কাকদ্বীপ বিধানসভার অধীনে এই গরমিল। ইতিমধ্যেই দুই সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্প্রতি কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড ও তাঁর বিরুদ্ধেও এফআইআর করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
advertisement
ভুয়ো ভোটার ইস্যু থেকে সরছে না তৃণমূল। ভুয়ো ভোটার ইস্যুতে এবার ময়দানে নামছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর বুথ লেবেল এজেন্টদের মাধ্যমে ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। সেই কাজে দলের প্রথম সারির নেতাদের ময়দানে নামানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বুথ লেবেল এজেন্টদের প্রশিক্ষণের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভেরিফিকেশন করা হবে। সেই বিষয় সংগৃহীত হবে ডিজিটাল মাধ্যমে। অ্যাপে থাকা তথ্য আগামী বছর নির্বাচন পর্যন্ত বারবার পরীক্ষা করা হবে। ভুয়ো ভোটার রাজ্যে ঢোকানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্য জুড়ে নানা ইস্যু নিয়ে বিরোধীরা সরগরম করলেও, ভুয়ো ভোটার ধরার অভিযানে দলের নিচু তলার নেতাদের ময়দানে ব্যস্ত রাখবে শাসক দল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 10:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর









