চলছে দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা
Last Updated:
কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা আজ।
#কাঁথি: কাঁথি দক্ষিণ বিধানসভা উপনর্বাচনের ফল ঘোষণা আজ। সকাল ৮টা থেকে কিশোরনগর হাইস্কুলে শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাঁথি দক্ষিণ বিধানসভার বিধায়ক কে হবেন ? আর কয়েকঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ১৬টি টেবিলে ১৭ রাউন্ড ভোটগণনা হবে। ১৩ রাউন্ডের গণনা শেষে আপাতত এগিয়ে তৃণমূল প্রার্থী ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি-র প্রার্থী সৌরীন্দ্রমোহন জানা ৷
এবার কাঁথি দক্ষিণ বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সৌরীন্দ্রমোহন জানা। কংগ্রেসের হয়ে লড়াইয়ে রয়েছেন নবকুমার নন্দ। সিপিআই-এর প্রার্থী উত্তম প্রধান।২০১৬ সালে দক্ষিণ কাঁথি বিধানসভা আসনে, প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জেতেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী সাংসদ হওয়ার পর ফাঁকা হয় দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটি।
advertisement
১৩ রাউন্ডের শেষে ফলাফল-
তৃণমূল- ৮০৯৮৮
advertisement
বিজেপি- ৪১৩৪৮
সিপিআই- ১৩৫৩৪
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2017 9:29 AM IST

