আদ্যিকালের গোরুর গাড়িতে ভোটপ্রচার পশ্চিম মেদিনীপুরে
Last Updated:
পাড়ায় পাড়ায় গোরুর গাড়ি। মেঠো পথে কখনও বা পাকা রাস্তায়, দুলকি চালে গড়াচ্ছে চাকা।
#পশ্চিম মেদিনীপুর: পাড়ায় পাড়ায় গোরুর গাড়ি। মেঠো পথে কখনও বা পাকা রাস্তায়, দুলকি চালে গড়াচ্ছে চাকা। সওয়ারের মুখে হাসি। দু'হাত জোড় করে তা মাঝেমাঝেই উঠছে মাথায়। আবার গাড়ি থেকে নেমে শুভেচ্ছা বিনিময়। গতির যুগে, ভোটপ্রচারে আদ্যিকালের গোরুরগাড়িই ভরসা পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থীর।
কুমোরপাড়ার গোরুর গাড়ি। বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় ....। নাঃ, বংশীবদন নন। পঞ্চায়েত ভোটে অভিনব কায়দায় প্রচারে নেমেছেন দাঁতন দুই নম্বর ব্লকের এক নম্বর জেলা পরিষদ প্রার্থী রমাপ্রসাদ গিরি।
রমাপ্রসাদের গাড়ির লক্ষ্য ভোটের হাট। বাহনের গতি স্লো হলেও, ভোটযুদ্ধে স্টেডিই থাকার বার্তাই দিচ্ছেন রমাপ্রসাদ। টার্গেট, ধীরগতিতে যত বেশি সম্ভব মানুষের সমর্থন আদায় করে নেওয়া।
advertisement
advertisement
আঁকাবাঁকা মেঠো পথে গোরুর গাড়ির চাকা যত এগোচ্ছে ততই চড়ছে রমাপ্রসাদের ভোটপ্রচারের সুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2018 9:05 PM IST