Birbhum News: অবশেষে বদল বিশ্বভারতীর উপাচার্য, বিদ্যুৎ বিহীন শান্তি নিকেতন!

Last Updated:

নতুন উপাচার্য সঞ্জয় মল্লিক বিশ্বভারতীর কলা ভবনেরই ছাত্র ছিলেন। ১৯৯১ সালে কলা ভবন থেকে স্নাতক হন। এরপরই সেখান থেকে ভদোদরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা।

বিদ্যুৎ চক্রবর্তীর পর নতুন উপাচার্য সঞ্জয় মল্লিক
বিদ্যুৎ চক্রবর্তীর পর নতুন উপাচার্য সঞ্জয় মল্লিক
বীরভূম: বেশ কয়েকদিন থেকেই জল্পনা চলছিল। তবে চাকরির মেয়াদ আর বাড়ল না বিদ্যুৎ চক্রবর্তীর। শেষ পর্যন্ত বদল হল বিশ্বভারতীর উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় এলেন নতুন উপাচার্য সঞ্জয় মল্লিক।
বুধবার বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য পদের মেয়াদ শেষ হয় সন্ধ্যা ছ’টা নাগাদ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেলেন সঞ্জয় মল্লিক। গুজরাটের ভাদোদর বিশ্ববিদ্যালয় থেকে আর্ট অফ হিস্ট্রি PHD করেছেন সঞ্জয় মল্লিক। শান্তিনিকেতনের কলাভবনের অধ্যাপক ছিলেন সঞ্জয় মল্লিক।
advertisement
advertisement
বিশ্বভারতীর উপাচার্য থাকার সময় নানান ভাবে খবরের শিরোনামে এসেছেন বিদ্যুৎ চক্রবর্তী। কয়েকদিন আগেই UNESCO বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। আর এরপরেই ফলক বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। সেই ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও যার জন্য বিশ্বভারতীর খাতির চূড়ায় স্থান পেয়েছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই ফলকে। আর এই নিয়েই বিক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্য থেকে রাজনীতিতে। নতুন উপাচার্য সঞ্জয় মল্লিক বিশ্বভারতীর কলা ভবনেরই ছাত্র ছিলেন। ১৯৯১ সালে কলা ভবন থেকে স্নাতক হন। এরপরই সেখান থেকে ভদোদরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা। এরপরই ওই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
advertisement
অন্যদিকে মেয়াদ শেষের দিনেও বিতর্ককে সঙ্গে নিয়ে পথ ছাড়েন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নতুন উপাচার্যের যোগদানের পর রাজ্য এবং উপাচার্যের মধ্যে যে মতবিরোধ দেখা যাচ্ছিল তা হয়তো এবার বন্ধ হবে বলেই আশা করছেন বিশেজ্ঞরা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অবশেষে বদল বিশ্বভারতীর উপাচার্য, বিদ্যুৎ বিহীন শান্তি নিকেতন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement