Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বাংলায় নতুন রেকর্ড! সব জেলাকে হারাল পূর্ব মেদিনীপুর! কোন ক্ষেত্রে রেকর্ড, জানেন?
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Vishwakarma Puja 2023: এবার বিশ্বকর্মা পুজোর উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় তারাপীঠে মদ বিক্রি হওয়ার টাকার পরিমানকে কার্যত টেক্কা দিল!
তমলুক: বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবে শুরু। বাঙালির উৎসবের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রি। কার্যত অবাক জেলা আবগারি দফতরের কর্তারা! চলতি মাসেই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মদ বিক্রি কার্যত রাজ্যবাসীকে অবাক করে দিয়েছিল। কারণ ওই একদিনে পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছিল।
এবার বিশ্বকর্মা পুজোর উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় তারাপীঠে মদ বিক্রি হওয়ার টাকার পরিমানকে কার্যত টেক্কা দিল! প্রায় ছয় কোটি টাকার মদ বিক্রি হল বিশ্বকর্মা পুজো আবহে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা বিগত কয়েকটি উৎসব অনুষ্ঠানে মদ বিক্রির পরিসংখ্যানের নিরিখে প্রথম স্থানে রয়েছে। আর সেই রেকর্ড বজায় থাকল চলতি বছরের বিশ্বকর্মা পুজোর দিন। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্রি হওয়া মদের পরিসংখ্যানে সবাইকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। এমনিতেই পূর্ব মেদিনীপুর রাজ্যের অন্যতম শিল্প তালুক হিসেবে বিবেচিত হয়।
advertisement
হলদিয়া শিল্পাঞ্চলে ছোটো-বড় মিলিয়ে রয়েছে একাধিক সংস্থাও। এর পাশাপাশি কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি, কোলাঘাটে রয়েছে ছোট বড় কারখানা। আর এই শিল্প তালুকে ধুমধাম করে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজো। আর ঠিক সেই আবহেই চলতি মাসের ১৮ সেপ্টেম্বর এই জেলায় বিপুল মদ বিক্রি হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যতম সমুদ্র পর্যটন কেন্দ্রগুলি অবস্থিত। ফলে মদ বিক্রির পরিসংখ্যান নতুন রেকর্ড ছুঁয়েছে।
advertisement
আবগারি দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বিশ্বকর্মা পুজোর দিন ৭০ হাজার ২০১ ব্যারেল লিটার দেশি মদ বিক্রি হয়েছে এবং ৩৫ হাজার ২১০ ব্যারেল লিটার বিদেশি মদ বিক্রি হয়েছে। এর পাশাপাশি ৫৪ হাজার ৭৯৯ ব্যারেল লিটার বিয়ার বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলাতেই মোট ৫ কোটি ৮৯ লাখ ২১ হাজার ৭৮৪ টাকার মদ বিক্রি হয়েছে। বাঙালির উৎসবের ছুটির দিন বিশ্বকর্মা পুজোয় এই মদ বিক্রির পরিসংখ্যান অবাক করেছে খোদ জেলা আবগারি দফতরের আধিকারিকদের। আবগারি দফতরের অভিমত, সামনে উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির পরিসংখ্যান পুরোনো সব রেকর্ডকে ছাপিয়ে যাবে।
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 21, 2023 5:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বাংলায় নতুন রেকর্ড! সব জেলাকে হারাল পূর্ব মেদিনীপুর! কোন ক্ষেত্রে রেকর্ড, জানেন?








