Viral Video: স্কুলড্রেসে ছাত্রীদের এমন প্রতিবাদ কল্পনাও করেনি কেউ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Viral Video: প্রার্থনার লাইনে দাঁড়িয়েই প্ল্যাকার্ড হাতে গানের মধ্যে দিয়ে আরজি কর কাণ্ডে কর্মরত চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদ জানিয়েছে এই ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও
উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ড নিয়ে যখন প্রতিবাদ মিছিল, স্লোগানে উত্তাল গোটা রাজ্য, ঠিক সেই সময় অশোকনগর বাণীপিঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিরব প্রতিবাদই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল ছাত্রীদের স্কুল ড্রেসে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে অভিনব এমন প্রতিবাদের ছবি।
প্রার্থনার লাইনে দাঁড়িয়েই প্ল্যাকার্ড হাতে গানের মধ্যে দিয়ে আরজি কর কাণ্ডে কর্মরত চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদ জানিয়েছে এই ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেই ভিডিও ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার। সেলিব্রেটি থেকে সাধারণ নাগরিক এমনকি স্কুলের প্রাক্তনীরাও এমন নিরব প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। এমন প্রতিবাদের গান শুনে ছাত্রীদের রীতিমত কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।
advertisement
advertisement
ছাত্রীদের এমন সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্কুলের শিক্ষিকারাও। তাঁরাও ছাত্রীদের সঙ্গে এমন অভিনব প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তবে কীভাবে এমন অভিনব ভাবনা এল? জানা গিয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তীকে ছাত্রীরা জানান, আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে চায় তারাও। বিষয়টি শুনে ছাত্রীদের পাশে থেকেই সম্মতি দেন প্রধান শিক্ষিকা। তবে বলেন, বাইরে যখন সকলে প্রতিবাদ করছে সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের মধ্যে থেকেও প্রতিবাদ ছড়িয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখতে। এরপরই ছাত্রীরা সিদ্ধান্ত নেয়, শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলের মধ্যেই প্রার্থনার পর সকলে মিলে প্রতিবাদের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গানের মাধ্যমেই নিজেদের দাবি ছড়িয়ে দেবে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 10:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: স্কুলড্রেসে ছাত্রীদের এমন প্রতিবাদ কল্পনাও করেনি কেউ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও