Viral Video: হাবরার নতুন ডন কালু! ঘরে ঢুকে শরীর থেকে খুবলে নিচ্ছে মাংস! নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে গোটা প্রশাসনকে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Viral Video: কে এই কালু? কেনই বা এমন করছে সে? জানলে ভয় পাবেন
উত্তর ২৪ পরগনা: পুলিশ প্রশাসন থেকে হাবরা এলাকার মানুষ এখন আতঙ্কে কালুর। ভয়ে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধ হওয়ার মুখে। গত রাত থেকে এই কালুর দৌরাত্বে অতিষ্ঠ হাবরার বিস্তীর্ণ এলাকার মানুষজন। ইতিমধ্যেই সে কামড় দিয়েছে প্রায় ৪০ জনের অধিক মানুষকে, যার মধ্যে রয়েছে শিশু মহিলা পুরুষ সকলেই। রাস্তাঘাটে গলির মুখে এমনকী ঘরে ঢুকেও কামড়াচ্ছে মানুষজনকে। কারুর পায়ের মাংস খুবলে নিয়েছে, কারুর পেটে কামড় দিয়েছে, তো কারুর হাতে। সকলেই এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তবে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার কথা শুনে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসলেও বন দফতর ও পশু প্রেমীদের সাহায্য চাওয়া হলেও, এখনও দীর্ঘ সময় কেটে গেলেও কালুকে ধরা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
এদিন সকালেও কালুর কামড় খেয়ে হাসপাতালে আসেন হাবরা এলাকার তিনজন। হাবরা দেশবন্ধু পার্ক, এক নম্বর রেলগেট থেকে শুরু করে বাজার, থানা চত্বর, স্টেশন কোথাও বাদ দিচ্ছে না কালু। কালো রঙের এই কুকুর যেন এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে গোটা হাবরা জুড়ে। মনে করা হচ্ছে কুকুরটি পাগল হয়ে যাবার কারণেই এমন ভাবে যাকে সামনে পারছে তাকেই কামড়াচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে হাজির হন স্বয়ং পৌরপ্রধানও। এখন কি ভাবে এই কালুর আতঙ্ক থেকে মুক্তি মেলে সেদিকেই তাকিয়ে হাবরা এলাকার মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: হাবরার নতুন ডন কালু! ঘরে ঢুকে শরীর থেকে খুবলে নিচ্ছে মাংস! নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে গোটা প্রশাসনকে!