Viral Video: বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই এ কী বেরিয়ে এল? গোটা গ্রামে শোরগোল! ছুটে আসছে বিশেষজ্ঞরা!

Last Updated:

Viral Video: মাটির তল থেকে একী বেরিয়ে এল? ভাবতেও পারবেন না! ছুটে আসল পুলিশ! এই ঘটনা জানলে চমকে যাবেন!

+
News18

News18

পশ্চিম মেদিনীপুর: বাড়ির পাশে নতুন করে বাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামের একটি পরিবার। সেই মতো বেশ কয়েকদিন ধরে তোড়জোড় চলছিল বাড়িতে। শ্রমিক লাগিয়ে ভিত খোঁড়ার কাজ করেছিলেন বাড়ির মালিক। তবে বেশ কয়েকদিন কাজ হয়ে যাওয়ার পর হঠাৎই ঘটল এই বিপত্তি। গর্ত খুঁড়তে গিয়ে হঠাৎই বেরিয়ে এল বেশ কয়েক ফুটের সুড়ঙ্গ। আর যা নিয়ে হুলুস্থুল কাণ্ড গ্রামজুড়ে। দৌড়ে আসতে হল পুলিশ, প্রশাসনকে। রীতিমত এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই সুড়ঙ্গ কবেকার? কাদের তৈরি স্থাপত্য হঠাৎই বেরিয়ে এল? সে নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে ইতিমধ্যেই। কাজ স্থগিত রাখা হয়েছে প্রশাসনে তরফে।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ পথ।এলাকার স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার হঠাৎই দেখা যায় এই সুড়ঙ্গ পথের। চুন-সুড়কি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে, এটি বহু পুরানো কোনও স্থাপত্যের অংশ বিশেষ যা কালের নিয়মে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে।
advertisement
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। পুরানো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনও স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা। এমনই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই এ কী বেরিয়ে এল? গোটা গ্রামে শোরগোল! ছুটে আসছে বিশেষজ্ঞরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement