Viral News: লাঠির মুখে গানের সুর! কমব্যাট ফোর্সের জওয়ানের গানে মেতেছে নেট দুনিয়া, শুনেছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Viral News: গান গাওয়ার কারণে তাঁকে শাস্তিও পেতে হয় বিস্তর, তবুও কাজের ফাঁকে সময় পেলেই তামিম বসে পড়েন গান-বাজনার আসরে।
হুগলি: লাঠির মুখেও গানের সুর ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনই এক ভিডিও। যেখানে এক সেনা বাহিনীর জাওয়ানের খালি গলার গানে মেতে ওঠে নেট দুনিয়া। সেই সেনা জওয়ানের নাম তামিম চৌধুরী। যদিও সেই গান গাওয়ার কারণে তাঁকে শাস্তিও পেতে হয় বিস্তর তবুও কাজের ফাঁকে সময় পেলেই তামিম বসে পড়েন গান-বাজনার আসরে।
হুগলি কোন্নগরের বাসিন্দা তামিম চৌধুরী। পেশায় সে একজন কমব্যাট ফোর্সের সৈনিক। তাঁর কাজ যেখানে আইন প্রশাসন বিঘ্নিত হয় সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। পরিস্থিতি সামাল দিতে কখনো লাঠি হাতে কখনো টিয়ার গ্যাস হাতে তুলে নিতে হয়। তবে সুযোগ পেলেই লাঠি ছেড়ে গিটার হারমোনিয়াম নিয়ে বসে পড়ে তামিম।
আরও পড়ুন: ডাল থেকে ফুলকপি ঝোল, সবেতেই ছিটিয়ে দিচ্ছেন ধনেপাতা! শরীরে এর প্রভাব জানেন? রইল চিকিৎসকের মত
ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি গান বাজনার প্রতি তাঁর ঝোঁক জন্মায়। তবে প্রথাগতভাবে গানের প্রশিক্ষণ পায়নি কোনদিনও। বন্ধুরা তাঁর খালি গলায় গান শুনে তাঁকে বাহবা দিতেন অনেক ছোট থাকেই। সেই থেকেই শুরু তামিমের গানের প্রতি ভালবাসা।
advertisement
advertisement
র্যাপিড একশন ফোর্স বা র্যাফ এর ট্রেনিং এর সময় ট্রেনিং সেন্টারেই তাঁর খালি গলায় গাওয়া গানের ভিডিও করে তাঁর অন্য সহকর্মীরা। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এক সপ্তাহে প্রায় ৪২ লক্ষ মানুষ সেই ভিডিওতে বাহবা দেয়। কিন্তু পরবর্তীতে তামিমকে এই ভিডিও পোস্ট করার জন্য শাস্তিও পেতে হয়। তবে যতই শাস্তি মিলুক না কেন গান গাওয়ার প্রতি যে ভালবাসা, সে ভালবাসা বারবার তাঁকে ডেকে নিয়ে আসে হারমোনিয়াম গিটারের কাছে।
advertisement
রাহী হালদার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: লাঠির মুখে গানের সুর! কমব্যাট ফোর্সের জওয়ানের গানে মেতেছে নেট দুনিয়া, শুনেছেন?