Viral Friendship: একসঙ্গে খাওয়া থেকে খুনসুটি! পথের কুকুর ও ষাঁড়ের বন্ধুত্ব দেখে সকলের চোখ কপালে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Viral Friendship: মানুষের মধ্যে বন্ধুত্ব নেই কিন্তু দুই অবলা পশু একে অপরের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, বন্ধুত্ব সমাজের কাছে দৃষ্টান্ত।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর : বন্ধু! ছোট্ট এই একটা শব্দের দীর্ঘ ব্যাখ্যা। ছোট্ট এই শব্দের মধ্য দিয়ে প্রকাশ পায় ভালবাসা, সম্মান, স্নেহ। একে অপরের প্রতি নির্ভরযোগ্যতা। তবে বর্তমান দিনে হারিয়ে যাচ্ছে সেই বন্ধুত্ব।মানুষে মানুষের মধ্যে বাড়ছে শত্রুতা, হিংসা। দুই দেশের মধ্যে চলছে হানাহানি। তবে যখন মানুষের মধ্যে চরম বিবাদ, তখনই এক পথকুকুর এবং একটি ষাঁড়ের বন্ধুত্ব অবাক করে দিয়েছে সকলকে।
দুই অবলা পশুর একে অপরের প্রতি স্নেহ, ভালবাসা এবং দায়বদ্ধতা মন কেড়ে নিয়েছে সকলের। রাস্তাতে একে অপরের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ছে, শুধু তাই নয় বন্ধু চলে গেলে আর একজন খাবার ফেলে রেখে তার পিছু নিয়েছে। এ যেন এক সাধারণ বন্ধুত্ব নয়, এক প্রগাঢ় বন্ধু দুজন। স্বাভাবিক অন্যদিনের মতো এদিনও সকাল থেকেই একটি ষাঁড়কে রাস্তার ধারে আস্তাকুঁড়েতে সবজির খোসা খেতে দেখে সকলে। তবে তার পাশেই ঘুরঘুর করছিল একটি কুকুর। প্রথমে কিছুটা এড়িয়ে গেলেও পরে সকলের নজরে আসে এই দুজন। ষাঁড় চলছে আর পিছন পিছন চলছে এই সারমেয়টি।
advertisement
আরও পড়ুন : তোপধ্বনি স্তব্ধ কয়েক যুগ…নিঃসঙ্গতাকে সঙ্গী করে বিস্মৃতির অতলে একা দাঁড়িয়ে জাহানকোষা
রাস্তা পার হলেও একে অপরের পাশেই। ঠিক যেন এক অপরের পরিপূরক। দুজন যেন বেশ অনেক কালের বন্ধু। এভাবেই সারাদিন এক সঙ্গে ঘুরল দুজন। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারে এই দুই অবলা পশুর ভালবাসা ও বন্ধুত্বের সাক্ষী রইল সকলে। অন্য ষাঁড়ের থেকে নিজের বন্ধু-ষাঁড়কে বাঁচাতে এই কুকুরের ভূমিকা দেখলে অবাক হবেন। শুধু তাই নয় গোটা বাজার জুড়ে এক অন্যের পিছনে দুলকি চালে বেশ ঘুরল। সকাল থেকে দু’জন আলাদাই ছিল, তবে কিছুটা সময়ের মধ্যে এক অন্যের ভাল বন্ধু হয়ে ওঠে। তার পর দু’জনে যে যার বাড়ি পথে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আস্তাকুঁড় থেকে খাবার খেয়ে চলে দিন। কিংবা লোকের দেওয়া সামান্য রুটি বিস্কুটে চলে সারাদিনের খাওয়া। তবে দুই অবলা পশুর একে অপরের প্রতি ভালবাসা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজকে। যখন মানুষের মধ্যে এত শত্রুতা, এত হিংসা, তখন এই দুই অবলা জন্তুর এমন ভাব, মানসিকতা মানুষের থেকে অনেক ঊর্ধ্বে। সমাজ এগোলেও এই দুই প্রাণীর বন্ধুত্ব সমাজের কাছে দৃষ্টান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 7:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Friendship: একসঙ্গে খাওয়া থেকে খুনসুটি! পথের কুকুর ও ষাঁড়ের বন্ধুত্ব দেখে সকলের চোখ কপালে