পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত উত্তর থেকে দক্ষিণ, উদ্ধার বোমা-বন্দুক-ধারাল অস্ত্রশস্ত্র

Last Updated:

রাত পোহালেই পঞ্চায়েত ভোট ৷ তার আগেই জেলায় জেলায় সংঘর্ষের অভিযোগ ৷ উদ্ধার হচ্ছে শ’য়ে শ’য়ে বোমা ৷ মালদার নুরপুরে বোমা ফেটে মৃত্যু হল এক পথচারীর ৷

#মালদা: রাত পোহালেই পঞ্চায়েত ভোট ৷ তার আগেই জেলায় জেলায় সংঘর্ষের অভিযোগ ৷ উদ্ধার হচ্ছে শ’য়ে শ’য়ে বোমা ৷ মালদার নুরপুরে বোমা ফেটে মৃত্যু হল এক পথচারীর ৷ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মালদহ ৷ রাস্তার উপরেই পড়ে ছিল বোমাটি ৷ হাতে তুলে নিয়ে দেখতে গিয়েই বোমাটি ফেটে যায় ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷
শুধু মালদাই নয় ৷ পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা ৷ বারুইপুরের শংকরপুর থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা । গাছগাছালির জঙ্গলের ভিতর খড়ের গাদা থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় আটক ৩ নির্দল সমর্থক ৷ এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
ভোটের আগেই উত্তর চব্বিশ পরগনার ন্যাজাট থানার রাজবাড়ী পূর্ব পাড়া থেকে উদ্ধার বোতল বোমা ,একনালা বন্দুক ও ধারাল অস্ত্র সহ প্রচুর মদের বোতল । এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ ন্যাজাট থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
advertisement
advertisement
গোপন সংবাদের ভিত্তিতে ন্যাজাট থানার পুলিশ শনিবার রাতে হানা দেয় কমল বিশ্বাসের বাড়ি । ওই বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বোমা ৷ অভিযুক্ত কমল বিশ্বাস পলাতক। কমল বিশ্বাসের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগাযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ ৷ একই সঙ্গে বসিরহাট থানার প্রশন্যকাঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় একটি বোমা ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত উত্তর থেকে দক্ষিণ, উদ্ধার বোমা-বন্দুক-ধারাল অস্ত্রশস্ত্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement