Vandalized Pump House: পানীয় জল না পেয়ে পাম্প হাউসে ভাঙচুর গ্রামবাসীদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Vandalized Pump House: ক্ষিপ্ত বাসিন্দারা এদিন পিএইচই দফতরের পাম্প হাউস বন্ধ করে দেন। এর পর ভাঙচুর করে পাম্প হাউসে। তারপর পথ অবরোধ করেন
উত্তর ২৪ পরগনা: এই ভয়াবহ গরমে পাওয়া যাচ্ছে না পানীয় জল। ক্ষোভে পাম্প হাউস বন্ধ করে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। এই ভয়াবহ গরমে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে মারাত্মক জল সঙ্কট দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জে।
গরমে জল না মেলায় পাম্প হাউসে ভাঙচুর করার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, এই বাইলানি এলাকার একটি অংশের গত কয়েকদিন ধরে পানীয় জল যাচ্ছে না। অথচ গ্রামের অন্য একটি অংশে পানীয় জল যাচ্ছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি হয়নি বলে দাবি। আর তাতেই ক্ষিপ্ত বাসিন্দারা এদিন পিএইচই দফতরের পাম্প হাউস বন্ধ করে দেন। এর পর ভাঙচুর করে পাম্প হাউসে। তারপর পথ অবরোধ করেন।
advertisement
advertisement
দীর্ঘ সময় ধরে পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গোটা এলাকার মানুষ। এই ভয়াবহ গরমে ঠিক করে পানীয় জল না পেলে পরিস্থিতি কতটা মারাত্মক হতে পারে তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে দ্রুত নিস্তার চাইছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 6:09 PM IST