Vande Bharat Express: বড় সুখবর! বন্দে ভারতের রেক তৈরি হবে বাংলাতেই, এসেছে বরাতও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Vande Bharat Express: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বন্দে ভারতের লোকো তৈরির বরাত পেয়েছে। এমনটাই জানিয়েছেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
আসানসোল, পশ্চিম বর্ধমান : খুব শীঘ্রই নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। ছুটবে আসানসোলের ওপর দিয়ে। তার মধ্যেই জেলা বাসীর জন্য নতুন সুখবর দিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। যা জেলাবাসীর কাছে একটি গর্বের খবরও বটে। এবার বাংলার বুকেই তৈরি হতে চলেছে বন্দে ভারতের রেক। অর্থাৎ ইঞ্জিন তৈরি করার বরাত পেয়েছে বাংলার রেল কারখানা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বন্দে ভারতের রেক তৈরির বরাত পেয়েছে। এমনটাই জানিয়েছেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নতুন জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলার কাছে সুখবর। বহু পুরনো, প্রেস্টিজিয়াস চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বন্দে ভারতের রেক তৈরির বরাত পেয়েছে। ইতিমধ্যেই চারটি রেক তৈরির বরাত এসেছে সিএলডব্লিউ এর কাছে। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ পেয়েছে ডিজাইনের বরাতও। কারখানা সূত্রে খবর, ইতিমধ্যেই রেক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেনের ইঞ্জিন তৈরির বরাত পাওয়া, সিএলডব্লিউ এর পাশাপাশি জেলাবাসীর গর্বের মুকুটে এক নতুন পালক বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, বিগত কয়েক বছরে ইঞ্জিন তৈরির ক্ষেত্রে একাধিক রেকর্ড গড়েছে সিএলডব্লিউ। দেশের বহু পুরনো এই রেল কারখানাটির গুরুত্ব অনেক। স্বাভাবিকভাবেই রেল ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কাজ যাতে চিত্তরঞ্জন কারখানাকে দেওয়া হয়, সেই আবেদন আগে থেকেই ছিল। তাতেই সাড়া দিয়েছে ভারতীয় রেল।
advertisement
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ
বন্দে ভারতের মতো একটি ট্রেনের রেক তৈরির বরাত দেওয়া হয়েছে এই কারখানাকে। যা জেলাবাসীর জন্য একটি বড় খুশির খবর। বিধায়িকা অগ্নিমিত্রা পাল নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি বন্দে ভারতের রেক তৈরির প্রক্রিয়া দেখতেও ভীষণভাবে উৎসুক। তাই সুযোগ পেলে তিনি নিজে এসে একবার সেই কাজে দেখে যাবেন।
advertisement
—– Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vande Bharat Express: বড় সুখবর! বন্দে ভারতের রেক তৈরি হবে বাংলাতেই, এসেছে বরাতও