বহরমপুরে বিজেপির জেলা পার্টি অফিসে ভাঙচুর- উত্তেজনা

Last Updated:

বিজেপির জেলা পার্টি অফিসের ভেতর ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ।

#মুর্শিদাবাদ: বহরমপুরে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির জেলা পার্টি অফিসের ভেতর ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় অফিসের চেয়ার, টেবিল। ঘটনার সময়  বিজেপি জেলা অফিসে ছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ।মারধর করে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
4353_5e26c07a1dc46_BJP PIC 1
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই ভাঙচুর চালায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ তাদের পালটা দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর  থানার পুলিশ। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুর করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ভাঙচুর । মিথ্যা অপপ্রচার করার জন্যই বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, যেকোনও দলের দলীয় অফিস ভাঙচুরের ঘটনা নিন্দনীয়। এটা উচিত নয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বহরমপুর থানার পুলিশ৷
advertisement
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুরে বিজেপির জেলা পার্টি অফিসে ভাঙচুর- উত্তেজনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement