South 24 Parganas News: দুর্গাপুজোয় দিনভর শোনা যাবে মহানায়কের কালজয়ী গান, জন্মশতবর্ষে বিরাট পরিকল্পনা জয়নগরে

Last Updated:

South 24 Parganas News: এই পথ যদি না শেষ হয়..’ বা ‘সূর্য ডোবার পালা, আসে যদি আসুক না..’, দুর্গাপুজোয় জয়নগরের রাস্তা-ঘাটে বা পুজো মণ্ডপে ঘুরলে কানে আসতে পারে উত্তকুমারের বিভিন্ন সিনেমার কালজয়ী এই সব গান।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: ‘এই পথ যদি না শেষ হয়..’ বা ‘সূর্য ডোবার পালা, আসে যদি আসুক না..’, দুর্গাপুজোয় জয়নগরের রাস্তা-ঘাটে বা পুজো মণ্ডপে ঘুরলে কানে আসতে পারে উত্তমকুমারের বিভিন্ন সিনেমার কালজয়ী এই সব গান। মহানায়কের জন্ম শতবর্ষে পুজোর একটি দিন জুড়ে তাঁরই সিনেমার বিভিন্ন গান বাজানোর পরিকল্পনা করেছে এলাকার পুজো কমিটিগুলি।
এই রীতি শুরু হয়েছিল বছরকয়েক আগে জয়নগরের ভূমিপূত্র হেমন্ত মুখোপাধ্যায়েয় জন্ম শতবর্ষে। সেবার জয়নগর থানার তৎকালীন আইসি পুজো কমিটিগুলিকে প্রস্তাব দেন, পুজোর একটি দিন হেমন্তকে উৎসর্গ করে দিনভর তাঁর গান বাজানো হোক। সেই প্রস্তাব মেনে সপ্তমীর দিন হেমন্তের গান বাজে জয়নগর জুড়ে প্রতিটি মণ্ডপে। এমনকী হেমন্তের ছবি রেখে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয় মণ্ডপে মণ্ডপে। পরে সত্যজিত রায়ের জন্ম শতবর্ষেও একই ভাবে শ্রদ্ধা জানানো হয়েছিল জয়নগরে। এবার একই ভাবে উত্তমকুমারের জন্ম শতবর্ষে শ্রদ্ধার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশি হবে রাজা, অঢেল টাকা-সম্পত্তিতে ভরবে ঘর, যা ছোবে তাই সোনা
সোমবার জয়নগর টাউন হলে একটি অনুষ্ঠানে এলাকার ১৫৯টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্মকর্তা, পুলিশ, প্রশাসনের আধিকারিক, স্থানীয় জন প্রতিনিধিরা। এই অনুষ্ঠানেই জয়নগরের জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক চন্দন চট্টোপাধ্যায় হেমন্ত, সত্যজিতের শতবর্ষ উৎযাপনের প্রসঙ্গ টেনে এবার সপ্তমীতে দিনভর মণ্ডপে উত্তমকুমারের গান বাজানোর প্রস্তাব রাখেন। উপস্থিত পুজো কমিটির কর্মকর্তারা হাততালি দিয়ে প্রস্তাবে সমর্থন জানান। পরে বহু পুজো উদ্যোক্তারাই জানান, হেমন্ত-সত্যজিতের ধাঁচে এবার পুজোয় উত্তমের গান বাজাবেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
তাঁরা বলেন, ‘জয়নগর-মজিলপুর সংস্কৃতির শহর। এর আগে আমরা সকলে মিলে দুর্গাপুজো হেমন্তময় করে তুলেছিলাম। এবারও উত্তমকুমারের গানে মুখরিত হবে এলাকা। উত্তমকুমার বাঙালির অন্যতম সেরা আইকন। বাংলা বিদ্বেষী এই আবহে তাঁর গান বাজানোর থেকে ভাল আর কী হতে পারে! আমাদের পুজোয় এবার প্রতিদিনই উত্তমের গান চালানো হবে। উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে অন্য নানা পরিকল্পনাও নেওয়া হয়েছে।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দুর্গাপুজোয় দিনভর শোনা যাবে মহানায়কের কালজয়ী গান, জন্মশতবর্ষে বিরাট পরিকল্পনা জয়নগরে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement