মাথার মুকুট থেকে নুপুর, ২৫০ কেজির সোনার গয়নায় সাজবেন মা

Last Updated:

মাথায় সোনার মুকুট। বাকি সব গহনাও সোনার। এমনকি পায়ের নুপুরও সোনায় মোড়া। ইতিমধ্যেই শোভাযাত্রা করে মন্ডপে আনা হয়েছে প্রতিমা।

#বর্ধমান: ২৫০ কেজির সোনার গয়নায় সাজবেন মা। মাথার মুকুট থেকে নুপুর -- সবই সোনার। সোনায় মোড়া মাকে দেখতে অপেক্ষায় বর্ধমানবাসী। দেবি যখন সালংকারা--। বর্ধমানের সবুজ সংঘের থিম এটা হতেই পারত। এই মন্ডপে এই রূপেই দেখা দেবেন মা দুর্গা।
মাথায় সোনার মুকুট। বাকি সব গহনাও সোনার। এমনকি পায়ের নুপুরও সোনায় মোড়া। ইতিমধ্যেই শোভাযাত্রা করে মন্ডপে আনা হয়েছে প্রতিমা। খুব তাড়াতাড়ি শুরু হবে সাজিয়ে তোলার কাজ।
পুজোর থিম এক টুকরো লন্ডন। পিগমেন্ট টাওয়ারের ধাঁচে তৈরি মন্ডপ। প্লাইডডে ফুটে উঠেছে ভিক্টোরিয়ান যুগেরল ভাস্কর্য। পিগমেন্টের ধাঁচেই প্লাস্টার অফ প্যারিসের মূর্তি।
advertisement
মন্ডপে সোনা দানা ঠাসাঠাসি। তার সঙ্গে তাল রেখেই কড়া নিরাপত্তা। মন্ডপের ভিতরে বাইরে সিসিটিভি নজরদারি। ভি়ড় নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাথার মুকুট থেকে নুপুর, ২৫০ কেজির সোনার গয়নায় সাজবেন মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement