Upper Primary recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! পুজোর আগেই ১৪,০৫২ পদে নিয়োগে সুখবর?

Last Updated:

Supreme Court- Uppert Primary Tet: কাটল উচ্চ প্রাথমিকে নিয়োগে জটিলতা। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মোট ১৪০৫২টি শূন্যপদে নিয়োগের জন্য মামলা চলছিল, সেই মামলাতেই এবার কেটে গেল জট।

কী বলল সুপ্রিম কোর্ট?
কী বলল সুপ্রিম কোর্ট?
নয়াদিল্লি: কাটল উচ্চ প্রাথমিকে নিয়োগে জটিলতা। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মোট ১৪০৫২টি শূন্যপদে নিয়োগের জন্য মামলা চলছিল, সেই মামলাতেই এবার কেটে গেল জট।
মঙ্গলবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল জবাবে আইজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যেখানে দেখা গিয়েছে অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াই বন্ধ থেকেছে হাই কোর্টের নির্দেশে। সেখানে প্রায় এক যুগ পর  কলকাতা হাই কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ করতে নির্দেশ দিয়েছে”।
advertisement
advertisement
কিছু চাকরিপ্রার্থী দাবি করেছিলেন তাঁদের মার্কস থাকা সত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি। তাঁদের আবেদন এদিন খারিজ করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার উচ্চ প্রাথমিকে নিয়োগে আর তেমন বাধা থাকল না। চাকরি হতে পারে ১৪০৫২টি শূন্যপদে।
advertisement
এর আগে হাই কোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। নতুন মেধাতালিকা প্রকাশে বাধা নেই এসএসসি’র। বুধবারই উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ করবে এসএসসি। পুজোর আগেই কাটতে পারে দীর্ঘ প্রতিক্ষিত উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার জট।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Upper Primary recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! পুজোর আগেই ১৪,০৫২ পদে নিয়োগে সুখবর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement