Unusual Death: মায়ের শোক সহ্য করতে না পেরে কীটনাশক খেল মেয়ে! একসঙ্গে হবে ময়নাতদন্ত
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Unusual Death: তরুলতা বিত্তারের দেহ বাড়িতে নিয়ে আসতেই বিপত্তি ঘটে। মায়ের দেহ চোখের সামনে দেখে মানসিক ভারসাম্য হারান মেয়ে তনুশ্রী বিত্তার (৩৪)
মুর্শিদাবাদ: বাড়ির পাশের পুকুরে স্নানে গিয়েছিল মা। কোনভাবে জলে পড়ে গিয়ে ডুবে যান তিনি। গ্রামের মানুষজন তড়িঘড়ি করে সন্ধান চালিয়ে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করলেও তাতে প্রাণ ছিল না। মৃত্যু হয় তরুলতা বিত্তার (৪৯) নামে ওই মহিলার। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়, মায়ের মর্মান্তিক মৃত্যুর শোক সামলাতে না পেরে নিজের জীবন শেষ করে দিল বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুলতা বিত্তারের দেহ বাড়িতে নিয়ে আসতেই বিপত্তি ঘটে। মায়ের দেহ চোখের সামনে দেখে মানসিক ভারসাম্য হারান মেয়ে তনুশ্রী বিত্তার (৩৪)। একপ্রকার সকলের সামনে দিয়ে ঘরে ঢুকে কীটনাশক খেয়ে নেন। তাতেই মৃত্যু হয়। পরপর মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। মুর্শিদাবাদের বড়ঞা থানার অমৃত্যমুনি গ্রামের ঘটনা।
advertisement
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন তরুলতা বিত্তার। তখনই কোনওভাবে দুর্ঘটনা ঘটে। গ্রামের লোকজনই তাঁর দেহ উদ্ধার করে। পরে পুকুরের পাড়ে দেহ নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন তনুশ্রী। মায়ের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে নেন। তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মা ও মেয়ের ময়নাতদন্ত একইসঙ্গে হবে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2024 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unusual Death: মায়ের শোক সহ্য করতে না পেরে কীটনাশক খেল মেয়ে! একসঙ্গে হবে ময়নাতদন্ত










