ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে ছড়াল অজানা পতঙ্গের আতঙ্ক !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চাষীদের অনুমান গত কয়েক দিন ধরে টিভির পর্দায় যে পঙ্গপালের কথা বলা হচ্ছে, এগুলি সেই পঙ্গপাল।
#ঝাড়গ্রাম: এবার অজানা পতঙ্গের হানায় আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে। গত কাল, সোমবার সকালে হঠাৎ করেই চাষীরা দেখতে পান তাদের জমিতে অজানা পতঙ্গের। শুধু তাই নয় বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করছে এই পতঙ্গ।
চাষীদের অনুমান গত কয়েক দিন ধরে টিভির পর্দায় যে পঙ্গপালের কথা বলা হচ্ছে, এগুলি সেই পঙ্গপাল। তাই আতঙ্কে ভুগছেন সাকরাইল ব্লকের বহু চাষী। বিডিও এলাকায় রিপোর্ট দেওয়ার কথা জানালেও কিছু বলেন নি। তবে প্রানী সম্পদ বিভাগের আধিকারিক চঞ্চল দত্ত জানান এটা পঙ্গপালের হানা হতেই পারে। পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে এরা আসতে পারে। বিচ্ছিন্ন হয়ে কিছু অংশ এখানে এসে পড়েছে। তবে এখনই ব্যবস্থা না নিলে সমস্যা দেখা দিতে পারে।
advertisement
চাষীদের বক্তব্য এতদিন লকডাউনের জেরে বাড়িতেই প্রচুর ফসল নষ্ট হয়েছে। লকডাউন কিছুটা শিথিল হতে চাষীরা ভেবেছিলেন এরপর সবজি থেকে কিছুটা আয় হতে পারে। কিন্তু তার আগেই এই পতঙ্গের হানায় মাথায় হাত চাষিদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 12:18 AM IST