#ঝাড়গ্রাম: এবার অজানা পতঙ্গের হানায় আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে। গত কাল, সোমবার সকালে হঠাৎ করেই চাষীরা দেখতে পান তাদের জমিতে অজানা পতঙ্গের। শুধু তাই নয় বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করছে এই পতঙ্গ।
চাষীদের অনুমান গত কয়েক দিন ধরে টিভির পর্দায় যে পঙ্গপালের কথা বলা হচ্ছে, এগুলি সেই পঙ্গপাল। তাই আতঙ্কে ভুগছেন সাকরাইল ব্লকের বহু চাষী। বিডিও এলাকায় রিপোর্ট দেওয়ার কথা জানালেও কিছু বলেন নি। তবে প্রানী সম্পদ বিভাগের আধিকারিক চঞ্চল দত্ত জানান এটা পঙ্গপালের হানা হতেই পারে। পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে এরা আসতে পারে। বিচ্ছিন্ন হয়ে কিছু অংশ এখানে এসে পড়েছে। তবে এখনই ব্যবস্থা না নিলে সমস্যা দেখা দিতে পারে।
চাষীদের বক্তব্য এতদিন লকডাউনের জেরে বাড়িতেই প্রচুর ফসল নষ্ট হয়েছে। লকডাউন কিছুটা শিথিল হতে চাষীরা ভেবেছিলেন এরপর সবজি থেকে কিছুটা আয় হতে পারে। কিন্তু তার আগেই এই পতঙ্গের হানায় মাথায় হাত চাষিদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Desert Locust, Jhargram