অজানা জ্বরে আক্রান্ত ইটাহার, মিলল ডেঙ্গুর জীবানুও

Last Updated:
#ইটাহার: অজানা জ্বরে আক্রান্ত ইটাহার ব্লকের উজান্তর গ্রামের ১৭ জন বাসিন্দা ৷ আক্রান্তদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের নজরে আসার পরই আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে । বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়েছে । একই এলাকায় এত মানুষ জ্বরে আক্রান্ত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
ইটাহার ব্লকের উজান্তর গ্রামবাসীরা বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয় । আক্রান্তদের মধ্যে পুরুষ ছাড়া শিশু এবং মহিলারাও রয়েছেন ।
advertisement
advertisement
স্থানীয় ইটাহার স্বাস্থ্যকেন্দ্রের দেওয়া ওষুধ খেলেও জ্বর কমেনি বলে জানান আক্রান্তদের পরিবার ৷ পরে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্তদের রক্ত পরীক্ষাও করা হয় । রক্ত পরীক্ষাতেই মেলে ডেঙ্গুর জীবানু ৷
মোট ৮ জনের রক্তে এই জীবানু পাওয়ার পরই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর । গতকাল রাতে জ্বরে আক্রান্ত ১৭জনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের রক্ত পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে ল্যাবে ৷ রোগীর আত্মীয়রা জানিয়েছেন, এই ১৭ জন ছাড়াও আরোও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে গ্রামেই থেকে গিয়েছেন ।
advertisement
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, গ্রামবাসিরা জ্বরে আক্রান্ত হওয়ার খবর পেয়েই আক্রান্ত গ্রামবাসীদের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে । আতঙ্কের কোনও কারণ নেই ৷ অন্য রোগীদের সঙ্গে তাদেরও চিকিৎসা শুরু হয়েছে । বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়েছে । রক্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জ্বরের কারণ বলা সম্ভব নয় ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অজানা জ্বরে আক্রান্ত ইটাহার, মিলল ডেঙ্গুর জীবানুও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement