বেড়েই চলেছে আজানা জ্বর, রোগী সামলাতে হিমশিম হাবড়া হাসপাতাল

Last Updated:

হাবড়া ছাড়াও অশোকনগর, গাইঘাটা, কুমড়া-কাশীপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামীণ এলাকাতেও থাবা বসাচ্ছে ডেঙ্গি।

হাবড়া বিধানসভা এলাকায় বাড়ছে জ্বর ও ডেঙ্গির প্রকোপ।  একশো একত্রিশ বেডের হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল রোগী সামলাতে হিমশিম। অশোকনগর, গাইঘাটা,কুমড়া-কাশিপুর-সহ বিভিন্ন এলাকায় বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। এলাকার পরিচ্ছন্নতা ও নিকাশি নিয়ে বাড়ছে ক্ষোভ। এলাকায় চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীর সংখ‍্যা বাড়িয়েছে জেলা প্রশাসন।
চারদিন জ্বরে ভোগার পর সোমবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার নিমতলায় মৃত্যু হয় শংকর সরকার নামে এক প্রৌঢ়র।  তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে মিলেছে এনএসওয়ান ভাইরাস। তার আগে রবিবার জ্বরে মৃত্যু হয়েছিল এক মহিলারও।
হাবড়া বিধানসভার এলাকার বিভিন্ন জায়গায় ক্রমেই বাড়ছে জ্বর ও ডেঙ্গির প্রকোপ।  একশো একত্রিশ বেডের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এই মূহর্তে রোগীর সংখ্যা প্রায় তিনশো। তার  মধ্যে সত্তর  থেকে আশিজন জ্বর নিয়ে চিকিৎসাধীন। বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। দাবি হাসপাতাল সুপারের।
advertisement
advertisement
পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নজর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতার দিকে। ডেঙ্গি আক্রান্তদের কলকাতা বা বারাসতে রেফার করা হচ্ছে।
হাবড়া ছাড়াও অশোকনগর, গাইঘাটা, কুমড়া-কাশীপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামীণ এলাকাতেও থাবা বসাচ্ছে ডেঙ্গি। এলাকার নিকাশি ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা।
পরিস্থিতি যে উদ্বেগজনক, তা স্বীকার করছেন হাবড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রাক্তন অধিকর্তা। ডেঙ্গি সচেতনতা শিবির করে চলছে মাইকিং।
advertisement
জেলাশাসক ও বিডিওকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকেলেই রোগীদের সঙ্গে দেখা করতে যান রাজ‍্যের খাদ‍্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ‍্যোতিপ্রিয় মল্লিক। জরুরি ভিত্তিতে হাসপাতালে বাড়ানো হয়েছে চিকিৎসক ও স্বাস্থকর্মীর সংখ‍্যা।
ডেঙ্গি আক্রান্ত যেসব রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে, তাঁদের জন্য সোমবার থেকে বিনা খরচে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিচ্ছে  হাবড়া পুরসভা। এলাকা পরিস্কারের দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেড়েই চলেছে আজানা জ্বর, রোগী সামলাতে হিমশিম হাবড়া হাসপাতাল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement