হাতের লেখায় প্রাণের উষ্ণতা, অভিনবত্ব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর আমন্ত্রণে
- Published by:Rukmini Mazumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্রে ছড়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
#বর্ধমান: কম্পিউটারের যুগে এখন হাতের লেখার চল গিয়েছে। কিন্তু হাতের লেখার মাধুর্যই আলাদা। সাদা কাগজে পেনের আঁকিবুঁকিতে রচিত হয়েছে কত কবিতা। আঁকা হয়েছে কত ছবি তার কে হিসেব রাখে। সেই হাতের লেখা যদি এখনও বেঁচে থাকে সরস্বতী পুজোর আমন্ত্রণে তবে তো অবাক হতেই হয়।
সেই অভিনবত্বের ছোঁয়া মিলল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্রে ছড়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের আমন্ত্রণ পত্রের ভিতরে থাকছে পড়ুয়াদের নিজেদের লেখা কবিতাও।এই আমন্ত্রণ পত্র পৌঁছে যাচ্ছে ছাত্র ছাত্রী থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের কাছে। প্রতিটি হস্টেলে সেই কার্ড নিজে হাতে পৌঁছে দিচ্ছেন পড়ুয়ারা। পৌঁছে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছেও।
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলিতে সরস্বতী পুজো মানে উৎসবের পরিবেশ। পুজোর দুটি দিন এক হস্টেল থেকে অন্য হস্টেলে চলে অবাধ যাতায়াত। থিম বৈচিত্র্যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা।
advertisement
সেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় মাস খানেক আগে থেকেই। সেই পুজোর অন্যতম অনুষঙ্গ এই হাতে লেখা নিয়ন্ত্রণের চিঠি। হাতে তৈরি আমন্ত্রণ পত্র দিয়েই একে অপরকে আমন্ত্রণ জানান বিশ্ববিদ্যালয়ের আবাসিকরা। আমন্ত্রণ পত্র খুললেই দেখা যাচ্ছে পড়ুয়াদের হাতে আঁকা নানা কাজের নজির। ভেতরে ছড়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছেন তাঁরা। পাশাপাশি পুজোর নিমন্ত্রণ পত্রও হাতে লেখা।
advertisement
পড়ুয়ারা বলছেন ছাপানো কার্ড বা ডিজিটাল কার্ড অনেক নকশা কারুকার্য করা যায়। কিন্তু তার মধ্যে সেই প্রাণের উষ্ণতা সেভাবে ধরা পড়ে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে আমন্ত্রণপত্র হাতে লিখে তৈরি করা হয়। দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয় এই প্রথা চলে আসছে। একইভাবে নিমন্ত্রণ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের আধিকারিক অধ্যাপকদের। সব ছাত্রাবাসই অভিনবত্বকে ধরতে চায়। এই আমন্ত্রণ পত্রে দেওয়া হয় নানা বিষয়ে সচেতনতার বার্তাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতের লেখায় প্রাণের উষ্ণতা, অভিনবত্ব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর আমন্ত্রণে