Unique Marriage in Nabadwip|| বিয়ের তত্ত্বে লক্ষীর ভাণ্ডার-কন্যাশ্রী-রূপশ্রী! অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কৃষ্ণনগর-নবদ্বীপ

Last Updated:

Unique Marriage in Nabadwip: কন্যাশ্রীতে বিভিন্ন সাজগোজ, রূপশ্রী কনের সাজ সিঁদুর, আলতা, সবুজ সাথী প্রতীকী সাইকেল, লক্ষ্মীর ভান্ডারে সিঁদুর, লক্ষ্মীর মূর্তি, দলীয় প্রতীক, ৫০০ টাকার নোট দিয়ে সাজিয়েছেন মণিকা চক্রবর্তী।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#নবদ্বীপ: ছেলের বিয়েতে লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প তুলে ধরলেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী। ছেলের বিয়ে বলে কথা! সেখানে আলাদা কিছু না করলে হয় নাকই! তাই মমতা সরকারের সাফল্যকে তুলে ধরতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করলেন নবদ্বীপের তৃণমূল নেত্রী মণিকা চক্রবর্তী। হবু বৌমার বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য যে ডালা সাজিয়েছেন, তা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নামে। কোনওটার নাম দিয়েছেন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী কোনওটি বা লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, শিশুসাথী।
কন্যাশ্রীতে বিভিন্ন সাজগোজ, রূপশ্রী কনের সাজ সিঁদুর, আলতা, সবুজ সাথী প্রতীকী সাইকেল, লক্ষ্মীর ভান্ডারে সিঁদুর, লক্ষ্মীর মূর্তি, দলীয় প্রতীক, ৫০০ টাকার নোট, স্বাস্থ্যসাথীতে মাস্ক, ডেটল সাবান, স্যানিটাইজার, স্যাভলন, তুলো দিয়ে সাজিয়েছেন নবদ্বীপ বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা ১০ নম্বর ওয়ার্ড কো-অডিনেটর তথা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মণিকা চক্রবর্তী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই হেড স্যার-ভূগোল শিক্ষকের তুমুল মারামারি! কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ভিডিও তুমুল ভাইরাল...
বর অর্থাৎ মণিকা চক্রবর্তীর ছেলেও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। ২৭ বছর ধরে রাজনীতি করছেন মণিকা চক্রবর্তী। তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন কৃষ্ণনগরে। আজ ২ ফেব্রুয়ারি ছেলের বিয়ে। মণিকা চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজনীতি সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আর প্রতিবাদী কণ্ঠ তাঁর প্রেরণা। মণিকাদেবী বলেন, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দল-মত নির্বিশেষে সমস্ত মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। মানুষের প্রতি যে ভালোবাসা এসব প্রকল্পে আমরা সত্যিই আপ্লুত। বিশেষ করে মেয়েদের জন্য উনি যেভাবে কন্যাশ্রী,রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সমস্ত প্রকল্পের কথা। তাই ছেলের বিয়েতে এমন ভাবনা।
advertisement
Ranjit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Marriage in Nabadwip|| বিয়ের তত্ত্বে লক্ষীর ভাণ্ডার-কন্যাশ্রী-রূপশ্রী! অভিনব উদ্যোগের সাক্ষী থাকল কৃষ্ণনগর-নবদ্বীপ
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement