সাঁতরাগাছি দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, ট্যুইট মমতার
Last Updated:
#হাওড়া: আমাদের দেশের লাইফলাইন ভারতীয় রেল ৷ কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ভারতীয় রেলে ৷ সম্প্রতি অমৃতসর রেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ৷ যা খুবই দুর্ভাগ্যজনক ৷ সাঁতরাগাছি দুর্ঘটনার পর ট্যুইট করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Another unfortunate incident on railways today. Sadly, too many such tragedies are happening like this even during festive season, including Amritsar. Railways are the lifeline of our nation. Safety of rail passengers must be taken care of at all times
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2018
advertisement
advertisement
তখন ৬টাও বাজেনি। সাঁতরাগাছি স্টেশনে ভিড়ে ভিড়। এর মধ্যে কয়েকটি দূরপাল্লার। কয়েকটি লোকাল। অনেকে এক্সপ্রেস ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে ওভারব্রিজে উঠছিলেন অন্য ট্রেন ধরবেন বলে। অনেকের আবার দূরপাল্লা বা লোকাল ট্রেন ধরার ব্যস্ততা। অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন ফুটব্রিজে। যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে, সেই প্ল্যাটফর্মে নামার জন্য। এভাবেই সাঁতরাগাছির স্টেশনের একমাত্র ফুটব্রিজের উপর ভিড় ক্রমেই বাড়ছিল। ভিড়ের মধ্যেই ট্রেন ধরার হুড়োহুড়ি। রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখনই ফুটব্রিজের সিঁড়িতে বেশ কয়েকজন পড়ে যান। পদপিষ্ট হন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 23, 2018 11:36 PM IST