Nadia News: সমাজসেবার টানে জলের দরে চিকিৎসার সরঞ্জাম! স্বনির্ভর হচ্ছে বেকাররাও
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
করোনাকালে থার্মোমিটার বেচে শুরু! চিকিৎসার বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রিতে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন রানাঘাটের অমিত প্রামানিক।
নদিয়া: ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা ছিল। খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসা রানাঘাটের অমিত প্রামানিক। অতি কষ্টে বড় হয়েছেন, মা করেন সেলাইয়ের কাজ। করোনার সময় বেশ কিছু চিকিৎসা সামগ্রির পাশাপাশি আকাল হয়ে উঠেছিল থার্মোমিটারেরও। দিল্লিতে পড়াশোনা করার সুবাদে এক বন্ধুর মারফত তিনি ওই সময় ৬০০০ পিস থার্মোমিটার নিয়ে আসেন।
নিজের এলাকার পাশাপাশি কলকাতা শহরতলীতেও বিভিন্ন ওষুধের দোকানে তিনি এই থার্মোমিটার বিক্রি করতে থাকেন, একে ওই সময় থার্মোমিটারের বিপুল চাহিদা তার ওপর সাধারণ মার্কেটে থেকে কিছু টাকা কম থাকায় নিমিষেই তার থার্মোমিটার বিক্রি হয়ে যায়। এই থেকেই শুরু হয় তার ব্যবসার এবং মহান চিন্তা ভাবনার সূচনা। এরপর থেকেই একটি একটি করে চিকিৎসার সরঞ্জাম বাড়ান তিনি।
advertisement
advertisement
বর্তমানে তার এই সংস্থায় চিকিৎসা জনিত প্রায় সমস্ত ধরনের সরঞ্জামি খুবই স্বল্প মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করে । তবে স্বল্প মূল্য বলে কোন অখ্যাত কোম্পানির প্রোডাক্ট কিন্তু নয়, সমস্ত সরঞ্জামি যথেষ্ট নামিদামি কোম্পানির। ফিজিওথেরাপির সরঞ্জাম, ক্রাচ, বিভিন্ন ধরনের বেল্ট, হুইল চেয়ার, ক্যাথিডার, নেবুলাইজার, প্রেসার মাপার যন্ত্র, কানে শোনার যন্ত্র, ব্লাইন্ড স্টিক, সুগার মাপার যন্ত্র, তুলো, গজ, সিরিঞ্জ, হসপিটাল বেড থেকে শুরু করে চিকিৎসাজনিত ছোট থেকে বড় সমস্ত কিছুই পাওয়া যায় এখানে সুলভ মূল্যে।
advertisement
শুধু তাই নয়, তিনি সাহায্য করেন বিভিন্ন সদ্য স্কুল কলেজ পাশ করা ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী হতে সে ক্ষেত্রে তাদের পুঁজি যত কমই হোক না কেন। তিনি জানান তার এখান থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে চিকিৎসার বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনে সেই সমস্ত বেকার যুবক-যুবতীরা বিক্রি করতে পারেন মার্কেটে। এমন কি বিক্রি করার ক্ষেত্রেও ভিডিও কলের মাধ্যমে দোকানদারকে ভরসা যোগাবেন তিনিই।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অনেক সময় অর্থের অভাবে ইচ্ছা থাকলেও উপায় হয় না তাদের জন্যও অমিত বাবুর সহযোগিতার হাত, কারণ হিসেবে বলেন ব্যবসাটা উপলক্ষ মাত্র আসল কারণ সমাজসেবা। নদীয়া জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় হাসপাতাল নার্সিংহোম ঔষধের দোকান থেকে শুরু করে মেডিকেল সেলারদের অধিকাংশই অমিত বাবুর ক্রেতা সেই কারণে বিক্রি অবিশ্বাস্য তাই উপকরণ কিনতেও কারখানা মালিক কিংবা মহাজনদের সহযোগিতা পান যথেষ্ট, তাই কাজটা অনেক সহজ হয়েছে বলে তিনি মনে করেন।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সমাজসেবার টানে জলের দরে চিকিৎসার সরঞ্জাম! স্বনির্ভর হচ্ছে বেকাররাও