Howrah News: পানীয় জল পরিষেবা' ও ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে দরাজ শংসাপত্র! সেরার দলে উলুবেড়িয়া পৌরসভা
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বাংলার সেরা পুরসভার দৌড়ে উলুবেড়িয়া পৌরসভা। পানীয় জল পরিষেবা' এবং ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পের কাজের জন্য উলুবেড়িয়া পুরসভাকে দরাজ শংসাপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
হাওড়া: মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রশংসিত উলুবেড়িয়া পৌরসভা! বাংলা জুড়ে বিভিন্ন পুরসভার কাজ নিয়ে যখন মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। এ সময় বাংলার মডেল পুরসভার দৌড়ে উলুবেড়িয়া পুরসভা। পানীয় জল পরিষেবা’ এবং ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পের কাজের জন্য উলুবেড়িয়া পুরসভাকে দরাজ শংসাপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক সম্মেলনে উলুবেড়িয়া পুরসভার কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এমনকি উলুবেড়িয়া পুরসভা যদি এই প্রকল্পে ভাল কাজ করতে পারে তাহলে অন্য পুরসভা কেন করতে পারবে না সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: একের পর এক দুর্ঘটনা! বিপজ্জনক এশিয়ার অন্যতম লোহা মার্কেট
উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে এই পুর এলাকায় ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে কাজ চলছে। ইতিমধ্যে ২৮৯০৬ টি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা দেয় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। পুরসভা সূত্রের খবর, মোট ২২ হাজার বাড়ি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ২০২৪-২৫ অর্থ বর্ষে আরও ৫ হাজার ৭০০ বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। ২২ হাজার বাড়ি তৈরি হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পুর ও নগরোন্নয়ন দফতরে জমা দেওয়া হয়েছে। বাকি বাড়ির কাজও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশাবাদী। হাউস ফর অল প্রকল্প ছাড়াও পুরসভার জল প্রকল্পের ও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।
advertisement
আরও পড়ুন: বর্ষাকাল এলেই ব্যস্ততম রাস্তা যেন মরণ ফাঁদ!
উলুবেড়িয়া, সাঁকরাইলের মত বড় জলপ্রকল্পগুলির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কাজে ড্রোনের মাধ্যমেই সমীক্ষা করা হয়েছে। জল সরবরাহের ক্ষেত্রে এই পুর এলাকায় ৭৪ হাজার পরিবারের মধ্যে ৪৬ হাজার পরিবারকে সংযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২২ হাজার পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। সেই কাজও দ্রুত শেষ হবে বলে পুরকর্তাদের দাবি। তৃতীয় পর্যায়ে বাকি পরিবারগুলিকে সংযোগ দিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানান। জলের অপচয় বন্ধ করতেও নানা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দেওয়ার কারণে জল অপচয় রোধে মিটার বসানোর পাশাপাশি রাস্তার পাশে থাকা স্ট্রিট ট্যাপ বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানালেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস | উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, এটা উলুবেড়িয়া নাগরিকদের পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার টিমের জয় | আর এই টিমের নেতা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের জয় | আমরা এই জয়ের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং উলুবেড়িয়ার মানুষের কাছে কৃতজ্ঞ |
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পানীয় জল পরিষেবা' ও ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে দরাজ শংসাপত্র! সেরার দলে উলুবেড়িয়া পৌরসভা