উলুবেরিয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে অকথ্য গালাগাল এবং হুমকির অভিযোগ! গ্রেফতার হোমগার্ড-সহ ১ জন

Last Updated:

কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল উলুবেরিয়া হাসপাতালে। হেনস্থার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। উলুবেরিয়ার ট্র্যাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড হিসাবে কাজ করেন ধৃত শেখ বাবু। এই ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি এলাকায়।

গ্রেফতার দুই
গ্রেফতার দুই
উলুবেরিয়া: কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল উলুবেরিয়া হাসপাতালে। হেনস্থার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উলুবেরিয়ার ট্র্যাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড হিসাবে কাজ করেন ধৃত শেখ বাবু। এই ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি এলাকায়।
জানা গিয়েছে, সোমবার কালীপুজোর দিন এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, খড়িয়া ময়নাপুরের লোহানগরের এক প্রসূতিকে চিকিৎসার জন্য উলুবেরিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অ্যান্টি-ন্যাাটাল ওয়ার্ডে পরীক্ষা করছিলেন অভিযোগকারী ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। মহিলা চিকিৎসকের অভিযোগ, ওই প্রসূতির পরিবারকে সন্ধ্যা ৬টার পর দেখা করতে বলেন তিনি। অভিযোগ, সেই সময়েই পরিবারের লোকেরা তাঁকে হেনস্থা করেন এবং তাঁকে ধর্ষণের হুমকি দেন। এরপরেই ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই অস্থায়ী হোমগার্ড-সহ একজনকে। এই ঘটনার পরেই কর্তব্যরত ডাক্তারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উলুবেরিয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে অকথ্য গালাগাল এবং হুমকির অভিযোগ! গ্রেফতার হোমগার্ড-সহ ১ জন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement