Ulto Rathyatra: ড্রাম বাজিয়ে রথ টানল পড়ুয়ারা, হঠাৎ কেন এমন আয়োজন বিদ্যালয়ে?

Last Updated:

স্কুলে আয়োজন হল রথযাত্রা উৎসব, জগন্নাথ নয়, রথের সওয়ারি পরিবেশের ভগবান, জানুন কারণ।

+
রথ

রথ টানলো পড়ুয়ারা 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ে হবে পড়াশোনা, কিংবা পড়ার অবসরে খেলাধুলো। এটাই স্বাভাবিক একটি রুটিন। তবে, ফিরতি রথে বিদ্যালয়ে হল রথযাত্রা উৎসব। ড্রাম বাজিয়ে বিদ্যালয়ের মধ্যে রথ টানল কচিকাঁচা পড়ুয়ারা। স্কুলে আয়োজন করা হল রথযাত্রার। কাঠের রথ বানিয়ে টানলেন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। তবে এই রথের সওয়ারি ভগবান জগন্নাথ নয়, রথে চড়ে বিদ্যালয়ে এলেন সাক্ষাৎ পরিবেশের ভগবান। যার জন্য আজ পরিবেশ, জীবকুল বেঁচে রয়েছে সেই ভগবানকেই পুজো করল ছোট ছোট পড়ুয়ারা। স্কুলেই এমন এক আড়ম্বর আয়োজনে খুশি সকলে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হল রথযাত্রা। তবে এবার স্কুলেও আয়োজন হল রথযাত্রা উৎসব। উল্টো রথ উপলক্ষে রথ টানা হল বিদ্যালয়ে। কারণ জানলে অবাক হবেন।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
উল্টো রথে গ্রামে গ্রামে কিংবা শহরতলী এলাকায় রথযাত্রা উৎসব নয়, এবার একটি হাইস্কুলে আয়োজিত হল রথযাত্রা উৎসব। যেখানে পড়ুয়ারা শিক্ষকদের সহযোগিতা নিয়ে ড্রাম বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রথের রশিতে টান দেয়। তবে আশ্চর্যের, এই রথের ভগবান একটি গাছ। পড়ুয়ারা নির্দিষ্ট শোভাযাত্রা সহকারে এই রথের রশিতে টান দেন। যা দেখে তাজ্জব সকলে। তবে হঠাৎ এমন করার কারণ কী? কারণ পরিবেশ বাঁচাতে পারে সবুজ এই গাছ। এই কাঠ দিয়েই তৈরি হয় ভগবানের বিগ্রহ। পরিবেশের কথা মাথায় রেখেই তাই অভিনব উপায়ে বৃক্ষরোপণ কর্মসূচি এই বিদ্যালয়ে। যা শুধু পড়ুয়াদের নয়, গোটা সমাজের কাছে এক দৃষ্টান্ত।
advertisement
পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি বিদ্যালয়ের এই অভিনব আয়োজন। সবং ব্লকের দশগ্রাম সতীশচন্দ্র সর্বাত্মসাধক শিক্ষাসদনে এই বিশেষ রথযাত্রা উৎসব পালিত হয়। পরিশেষে একাধিক বিরল প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। মূলত উৎসব নয়, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের বার্তা দিতে এই আয়োজন বিদ্যালয়ে। যেভাবে ভগবান জগন্নাথ কিংবা রথে সওয়ারি হওয়া ভগবানদের পুজোর্চনা করা হয়, তেমনই ভাবে ফুল মালা দিয়ে একটি গাছকে মাটিতে রোপিত করল পড়ুয়ারা। এদিন বিদ্যালয়ের চত্বরে একাধিক মূল্যবান এবং বিরল প্রজাতির গাছ রোপন করা হয়েছে।
advertisement
advertisement
এমন অভিনব ভাবনা ও আয়োজনে খুশি সকলে। উৎসবের আনন্দে মেতে থাকা নয়, যে গাছ দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি হয়, সেই গাছের প্রাণ দিলেন স্কুল কর্তৃপক্ষ। এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ulto Rathyatra: ড্রাম বাজিয়ে রথ টানল পড়ুয়ারা, হঠাৎ কেন এমন আয়োজন বিদ্যালয়ে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement