Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Sudipta Garain
Last Updated:
ইনস্টাগ্রাম প্রেম থেকে বিয়ের বন্ধনে দু'ই মহিলা, দুবরাজপুরে নজির গড়লেন মালদার নমিতা দাস ও বীরভূমের সুস্মিতা।
সুদীপ্ত গড়াই, দুবরাজপুর, বীরভূম: সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷ মালদহ জেলার ইংরেজবাজারের বাসিন্দা ৩১ বছরের নমিতা দাস এবং বীরভূম জেলার খয়রাশোলের ২৮ বছরের সুস্মিতা চট্টোপাধ্যায়।
তিন বছর আগে ইনস্টাগ্রামে পরিচয় হয় এই দুই নারীর। নমিতা জানান, প্রথমে সাধারণ আলাপচারিতা, পরে তা প্রেমে রূপ নেয়। দুই বছর আগে থেকে তারা সম্পর্কে জড়ান এবং বিয়ের সিদ্ধান্ত নেন। “আমরা পরস্পরকে ভালোবাসি। তাই আজ সব কাগজপত্র ঠিক করে এখানে বিয়ে করতে এসেছি,” বলেন নমিতা।
ব্যক্তিগত জীবনে দুজনেই আগে বিবাহিত ছিলেন। নমিতা কয়েক বছর আগে ডিভোর্সের পর চার বছরের এক পুত্রসন্তান নিয়ে থাকেন। সুস্মিতারও ৮ বছরের একটি কন্যা রয়েছে, যাকে তিনি স্বামীর কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
advertisement
নমিতা বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকেন, যদিও তাঁর মূল বাড়ি মালদার ইংরেজবাজারে। সুস্মিতা খয়রাশোলের মেয়ে। নমিতা বলেন, তাঁর বাবা-মা কেউ আর বেঁচে নেই। তবে সুস্মিতার বাবা-মা মেয়ের এই সম্পর্ককে মেনে নিয়েছেন।
বিয়ের খবর ছড়াতেই দুবরাজপুরে ভিড় জমায় স্থানীয় মানুষ। কৌতূহল আর শুভেচ্ছায় ভরে ওঠে শিব মন্দির প্রাঙ্গণ। সামাজিক মাধ্যমে প্রেম থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার এই ঘটনা ফের প্রমাণ করল ভালবাসার কোনও বাঁধন নেই, নেই লিঙ্গের সীমারেখা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 10:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
