Road Accident: মর্নিং ওয়াকে বেরিয়েই ভয়ঙ্কর অঘটন! গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই মহিলা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Road Accident: মর্নিং ওয়াকে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম দুই মহিলা। তড়িঘড়ি চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
হুগলি: মর্নিং ওয়াকে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬:০০ টা নাগাদ। কোতরং হিন্দমোটর এলাকার জিটি রোডের উপরে কলকাতা গামী একটি বেসরকারি বহুজাতিক সংস্থার ক্যাব এসে ধাক্কা মারে ওই দুই মহিলাকে। তড়িঘড়ি চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন নিভা সিং ও নিতু সিং। হিন্দমটর বটতলা একলার কাছে কলকাতা গামী একটি সাদা রঙের চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে ওই দুই মহিলাকে। দুই মহিলাকে ধাক্কা মারার পর গাড়িটি ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। ঘটনায় গুরুতর ভাবে জখম হন দুই মহিলা। নার্সিংহোমে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই দুই মহিলা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি অভিক সুর ও দীপাঞ্জন মজুমদার তাঁরা দুজনে চুঁচুড়া ও চন্দননগরের বাসিন্দা। দু’জনেই চাকরি করেন টিসিএস-এ। সকালবেলা অফিসের গাড়ি করেই তারা অফিস যাচ্ছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
advertisement
গাড়ির মধ্যে থাকা দুই প্যাসেঞ্জার তাঁরাও হাসপাতালে ভর্তি। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আহত দুই মহিলার পরিবারের দাবি, প্রচন্ড দ্রুত গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে দুই মহিলাকে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যেই এই দুর্ঘটনা। পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2024 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মর্নিং ওয়াকে বেরিয়েই ভয়ঙ্কর অঘটন! গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই মহিলা