মুহূর্তে ছুটে এল ট্রেন! রেললাইন পার করতে গিয়ে বাঁকুড়ায় প্রাণ গেল দুই পড়ুয়ার!

Last Updated:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
প্রিয়ব্রত গোস্বামী,বাঁকুড়া: দু’টি পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই পড়ুয়ার। গতকাল রাতে বাঁকুড়া শহরে টিউশন সেরে সাইকেল করে বাড়ি ফেরার পথে দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া আদ্রা রেললাইনে পাঁচবাগা ফ্লাইওভার ব্যবহার না করে নিচে দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্র অর্ণব শীটের। রেল সূত্রে খবর মৃত স্কুল পড়ুয়া বাঁকুড়া মিশন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র, বাড়ি বাঁকুড়া সদর থানার খাঁটা গ্রামে। বর্তমানে পড়াশোনার জন্য সে জুনবেদিয়ায় একটি মেসে থাকত।গতকাল রাতে সে টিউশান থেকে মেসে ফিরছিল।
অন্য ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সোনামুখী লাইনের বেলিয়াতোড়ে।বাঁকুড়ার বেলিয়াতোড় রেলস্টেশন থেকে সামান্য দুরে রামচন্দ্রপুর এলাকার রেললাইনে সুজয় ঘোষ নামে সোনামুখী আইটিআই কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁর বাড়ি বেলিয়াতোড়ে, বাড়ি থেকে সে বাজারের উদ্দেশে বেরিয়েছিলেন, রামচন্দ্রপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরিবারে কোনরকম অশান্তি ছিল না, কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে এখনও নিশ্চিত নয় পরিবার। দু’টি মৃতদেহই রেল পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুহূর্তে ছুটে এল ট্রেন! রেললাইন পার করতে গিয়ে বাঁকুড়ায় প্রাণ গেল দুই পড়ুয়ার!
Next Article
advertisement
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
  • বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি৷

  • যাত্রী হয়রানি উঠতে কড়া পদক্ষেপ রেলের৷

  • রেল মদদ পোর্টাল, ১৩৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা৷

VIEW MORE
advertisement
advertisement