Bangla News: বিশাল আকার, বাড়ির মধ্যে ঘাপটি মেরে ছিল দুই বিপদ! হাড়হিম ঘটনা চন্দ্রকোণায়

Last Updated:

Bangla News: হাড়হিম ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।

ঘরে সাপ (প্রতীকী চিত্র)
ঘরে সাপ (প্রতীকী চিত্র)
#চন্দ্রকোণা: সাত সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল বিশাল আকারের দুটি বিষধর সাপ। যদিও পরিবারের সদস্য থেকে গ্রামের বাসিন্দারা সাপগুলোকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে রেখে বনদপ্তরের হাতে তুলে দিল। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।
জানা গিয়েছে, জগন্নাথপুর এলাকার বিশ্বনাথ দিগারের বাড়িতে প্রায় ৬ ফুট লম্বা একটি গোখরো ও একটি খরিশ সাপ দেখতে পাওয়া যায়। আর বাড়ির মধ্যে সাপ ঘিরে এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। গ্রামের বাসিন্দারা অবশ্য সাপগুলিকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে খবর দেয় বনদপ্তরে।
advertisement
advertisement
সকালে বনদপ্তরের কর্মীরা এসে ওই সাপ উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, সাপগুলির শারীরিক পরীক্ষা করা হবে। এরপর তাদের ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।
প্রসঙ্গত, বর্ষায় সাপের উপদ্রব বাড়ে প্রায় গোটা বাংলাজুড়ে। তবে যে জেলাগুলিতে সাপের উৎপাত সব থেকে বেশি দেখা যায় তার অন্যতম পশ্চিম মেদিনীপুর। বর্ষাতে সাপের কামড়ে অনেকের মৃত্যু হয় এই জেলায়। বর্ষায় এই এলাকায় প্রচুর সাপ দেখা যায়। সাপের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেন না নীচু এলাকার বাসিন্দারা। বাড়ির মধ্যেই বা অন্যত্র সাপের কামড়ের শিকার হন সাধারণ মানুষ। প্রাণও যায় অনেকের। তবে, এতকিছুর পরও যে সাপদুটিকে না মেরে বাসিন্দারা তাদের বাঁচিয়ে রেখে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে, সেই কারণেই সাধুবাদ দিচ্ছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বিশাল আকার, বাড়ির মধ্যে ঘাপটি মেরে ছিল দুই বিপদ! হাড়হিম ঘটনা চন্দ্রকোণায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement