Bangla News: বিশাল আকার, বাড়ির মধ্যে ঘাপটি মেরে ছিল দুই বিপদ! হাড়হিম ঘটনা চন্দ্রকোণায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: হাড়হিম ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।
#চন্দ্রকোণা: সাত সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল বিশাল আকারের দুটি বিষধর সাপ। যদিও পরিবারের সদস্য থেকে গ্রামের বাসিন্দারা সাপগুলোকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে রেখে বনদপ্তরের হাতে তুলে দিল। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।
জানা গিয়েছে, জগন্নাথপুর এলাকার বিশ্বনাথ দিগারের বাড়িতে প্রায় ৬ ফুট লম্বা একটি গোখরো ও একটি খরিশ সাপ দেখতে পাওয়া যায়। আর বাড়ির মধ্যে সাপ ঘিরে এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। গ্রামের বাসিন্দারা অবশ্য সাপগুলিকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে খবর দেয় বনদপ্তরে।
advertisement
advertisement
সকালে বনদপ্তরের কর্মীরা এসে ওই সাপ উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, সাপগুলির শারীরিক পরীক্ষা করা হবে। এরপর তাদের ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।
প্রসঙ্গত, বর্ষায় সাপের উপদ্রব বাড়ে প্রায় গোটা বাংলাজুড়ে। তবে যে জেলাগুলিতে সাপের উৎপাত সব থেকে বেশি দেখা যায় তার অন্যতম পশ্চিম মেদিনীপুর। বর্ষাতে সাপের কামড়ে অনেকের মৃত্যু হয় এই জেলায়। বর্ষায় এই এলাকায় প্রচুর সাপ দেখা যায়। সাপের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেন না নীচু এলাকার বাসিন্দারা। বাড়ির মধ্যেই বা অন্যত্র সাপের কামড়ের শিকার হন সাধারণ মানুষ। প্রাণও যায় অনেকের। তবে, এতকিছুর পরও যে সাপদুটিকে না মেরে বাসিন্দারা তাদের বাঁচিয়ে রেখে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে, সেই কারণেই সাধুবাদ দিচ্ছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2021 10:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বিশাল আকার, বাড়ির মধ্যে ঘাপটি মেরে ছিল দুই বিপদ! হাড়হিম ঘটনা চন্দ্রকোণায়