দুর্গাপুরে বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই রাজমিস্ত্রী

Last Updated:

স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম দুই রাজমিস্ত্রিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দু’জনেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

#দুর্গাপুর: বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই রাজমিস্ত্রী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার মামরা বাজার সংলগ্ন সুকান্ত পল্লীতে অভিজিৎ কুন্ডু নামে এক ব্যক্তির বাড়িতে দোতালায় ঘর নির্মাণের কাজ চলছিল ৷ সেই সময় হঠাৎই পিলারের লোহার রড হাইটেনশন তারে লেগে যায় ৷ সঙ্গ সঙ্গে গুরুতর জখম হন দুই রাজমিস্ত্রি।
স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম দুই রাজমিস্ত্রিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দু’জনেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
সনৎ বন্দ্যোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান বিকট এক শব্দে এলাকার সব মানুষ বাইরে বেড়িয়ে আসেন। প্রথমটা ভেবেছিলাম হয়তো ট্রান্সফরমার বিস্ফোরণের আওয়াজ। পরে দেখতে পায় একটি বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে ।
advertisement
advertisement
ছাদের ওপর তড়িতাহত হয়ে প্রায় অর্ধদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে দু’জন।
এরপরই স্থানীয় বাসিন্দার কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে নিউটাউনশীপ থানার পুলিশও।উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচে দোতালা বাড়ি তৈরির অনুমতি আছে কিনা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই রাজমিস্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement