করোনা সন্দেহে রাজ্যে কোয়ারেন্টাইনে ২ যুবক
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
#কলকাতা: রাজ্যে আরও প্রবল করোনা আতঙ্ক ৷ কোয়ারেন্টাইনে রাজ্যের দুই যুবক ৷ পশ্চিম মেদিনীপুরের এক যুবককে সন্দেহের কারণে পাঠানো হল কোয়ারেন্টাইনে ৷ সদ্য জাপান থেকে ফিরেছেন ওই যুবক ৷ অন্যদিকে কোয়ারেন্টাইনে সৌদি ফেরত রাজ্যের অন্য যুবক ৷ তিনি বীরভূমের বাসিন্দা ৷ পেট ব্যথা, জ্বর নিয়ে দেশে ফেরেন ২ যুবক ৷
জ্বর, সর্দি কাশি নিয়ে বীরভূমের সিউড়ীর মৃন্ময় দাস নামে এক ডাক্তারের চেম্বারে দেখাতে আসে এক যুবক। বীরভূমের রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বরের কলেশ্বর গ্রামের বাসিন্দা। সে সৌদি আরবে কাজ করে গত ১০ দিন আগে বাড়ি ফিরেছে। ডাক্তারের সন্দেহ হওয়ায় তাকে মাস্ক পড়ানো হয় চেম্বারেই। যেহেতু সৌদি আবর ফেরত তার সব তথ্য জানানো হয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে।
advertisement
ডাক্তার জানিয়েছেন, তার জ্বর, সর্দি কাশি ছিল তবে বুকে কোন ইনফেকশান ছিলনা সেই কারনে তাকে বাড়িতেই রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বর্তমানে ওই যুবককে কোন জায়গায় রাখা হয়েছে বা তার নিয়ে কোনো তথ্য বা কিছু বলতে চাইছে না। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই গুজব শুরু হয়েছে ওই যুবককে নিয়ে। ওই সময়ে ডাক্তারের চেম্বার এ যে সমস্ত অন্যান্য রোগীরা উপস্থিত ছিল সবচেয়ে আতঙ্কিত হয়েছেন তারা। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং গুজবে কান দেবেন না। স্বাস্থ্য দপ্তর ওই যুবকের সম্বন্ধে কোনো তথ্য না জানালেও শুধু জানিয়েছেন ওই যুবককে সম্পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 13, 2020 4:29 PM IST