Birbhum News: ভয়াবহ কাণ্ড জাতীয় সড়কে, চালকের ভুলে ভয়ঙ্কর বিপদে যাত্রীবাহী বাস

Last Updated:

দুপুর ৩:২০ নাগাদ রামপুরহাট থেকে বেসরকারি বাসটি নলহাটির দিকে যাচ্ছিল। নলহাটির তেজহাটি মোড়ের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে

+
পথ

পথ দুর্ঘটনা

বীরভূম: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাসযাত্রীর। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে যাত্রীবাহী বেসরকারি বাস। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে ১৪ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের মধ্যে থাকা এক শিশুর। পরে আরও একজন মারা যান।
দুপুর ৩:২০ নাগাদ রামপুরহাট থেকে বেসরকারি বাসটি নলহাটির দিকে যাচ্ছিল। নলহাটির তেজহাটি মোড়ের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আরোহীর। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান। এদিকে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় নলহাটি থানায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে। বাসটিকে ক্রেন দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীরা জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার কবলে পড়তে হয়। রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসটি ধাক্কা মারে। এরপর বাসের চালক যাত্রীদের উদ্ধার না করে পালিয়ে যায়।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ভয়াবহ কাণ্ড জাতীয় সড়কে, চালকের ভুলে ভয়ঙ্কর বিপদে যাত্রীবাহী বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement