পরিযায়ী শ্রমিকের মৃত্যু দুই পথদুর্ঘটনায়- নবগ্রাম জুড়ে শোকের ছায়া

Last Updated:
Pranab Kumar Banerjee
#নবগ্রাম: লকডাউন এরমধ্যে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। নবগ্রামের হজবিবি অঞ্চলের কুতুবপুর গ্রামের সাদ্দাম শেখ( ৩২), ও কিরীটেশ্বরী অঞ্চলের খেকুল গ্রামের বাসিন্দা রেজাউল কাজী( ৫২)। দুই পরিযায়ী শ্রমিকই মুম্বই থেকে ফিরছিলেন। ওড়িশাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সাদ্দামের ।ঝাড়খণ্ডে  গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় রেজাউলের। বুধবার সাদ্দামের কফিনবন্দি মৃতদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। রেজাউলের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
অভাবের সংসারে পেটের তাগিদে দুটো বেশি রোজগারের আশায় তিন মাস আগে মুম্বইয়ে রাজমিস্ত্রি কাজে যান কুতুবপুরের সাদ্দাম শেখ। বাড়িতে বৃদ্ধ বাবা-মা স্ত্রী ও দুই সন্তান রয়েছে। লকডাউন এর জেরে কাজ বন্ধ হয়ে যায়।  রবিবার ট্রাকে করে বাড়ি ফিরছিলন তিনি। ওড়িশার কাছে ট্রাকটি থামলে খেতে যাবার সময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদ্দামের।  অন্যদিকে কিরীটেশ্বরী খেকুল গ্রামের রেজাউল গাজী ও স্ত্রী হাসিনা বিবি মুম্বই যান রাজমিস্ত্রির কাজ করতে। লকডাউন -এ সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। ট্রাকে করে বাড়ি ফেরার সময় ঝাড়খণ্ডের কাছে গাছের মাথা থেকে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিযায়ী শ্রমিকের মৃত্যু দুই পথদুর্ঘটনায়- নবগ্রাম জুড়ে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
  • পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ

  • বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement